কোনো দুর্যোগ আমাদের কাবু করতে পারবে না : পরিকল্পনামন্ত্রী
পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান বলেছেন, দেশে এই মুহূর্তে ১৮ থেকে ২০ লাখ মেট্রিক টন খাদ্য মজুত আছে। সুতরাং আশা করি, কোন ধরনের দুর্যোগ আমাদেরকে কাবু করতে পারবে না। কিন্তু, যদি দীর্ঘকালীন কোনো সমস্যা হয়, বিশেষ করে রাজনৈতিক বা অভ্যন্তরীণ কোনো ধরনের সহিংসতা হলে খাদ্য ব্যবস্থা ভেঙে যেতে পারে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আজ বুধবার (২৬ জুলাই) রাইট টু ফুড বাংলাদেশের উদ্যোগে দুই দিনব্যাপী ‘এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের খাদ্য অধিকার এবং কৃষি খাদ্যব্যবস্থা সম্মেলন ২০২৩’এর উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
এমএ মান্নান বলেন, দেশের কোটি কোটি কৃষক, যারা অনেক পরিশ্রম করে চাল, ডাল, মাছ, মাংস, সবজি অর্থাৎ খাদ্য উৎপাদন করে তাদের পরিশ্রমের ফলে এবং আমাদের দেশ যিনি পরিচালনা করছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সুদূরপ্রসারী নীতিমালা প্রয়োগের ফলে আমরা আজ একটা অবস্থানে পৌঁছাতে পেরেছি।
খাদ্যসহ সবকিছুর উৎপাদন বেড়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, সরকারের উদ্যোগের কারণে দেশে খাদ্য উৎপাদন বেড়েছে, এখন আমাদের নানা ধরনের উপকরণ বেড়েছে, সার বেড়েছে। যোগাযোগ ব্যবস্থা চমৎকারভাবে আমাদের পরিকল্পনা মন্ত্রণালয়ের আওতায় গড়ে তুলেছি। আমরা আজ কীটনাশক সাবধানেই ব্যবহার করছি। কেমিক্যাল সারের পরিবর্তে আমরা জৈব সারের দিকে যাচ্ছি। সকল কিছু মিলেই আমাদের খাদ্য ব্যবস্থাপনা ও সরবরাহে অনেকদূর আমরা এগিয়েছি। কয়েকশ বছরের মধ্যে খাদ্য ব্যবস্থাপনায় আজ আমরা ভালো অবস্থানে আছি। কারণ, আমরা খাদ্য নিশ্চিতে কাজ করছি।
এমএ মান্নান আরও বলেন, খাদ্য বণ্টনে ন্যায্যতা নিশ্চিতেও কাজ করছে সরকার। সবার অধিকার নিশ্চিতে অধিক সংবেদনশীল। খাদ্য সংরক্ষণ ও বিতরণে আরও সাবধান হতে হবে। ভূমিহীন, বর্গাচাষি বা যারা শ্রম বিক্রি করে খাদ্যের যোগান দেয়, তাদের হক বা ন্যায্য পাওয়ার কথা অবশ্যই মাথায় রাখতে হবে। ভূমিহীন, গৃহহীন যারা আছেন তাদেরকে ঘরবাড়ি দেওয়া হচ্ছে। সেই ঘরে বসেই তারা খাবারের সন্ধান করছে বা কাজে যাওয়ার সুযোগ পাচ্ছে। বর্তমান সরকার, আওয়ামী লীগ সরকার, জননেত্রী শেখ হাসিনার সরকার থাকাকালে আমাদের আত্মমর্যাদা ও পরিচয়কে অক্ষুণ্ণ রেখে সারা বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলছি।
রাইট টু ফুড বাংলাদেশের চেয়ারম্যান ড. কাজী খলীকুজ্জামান আহমদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান, নেপালের কৃষি ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের যুগ্ম-সাধারণ সম্পাদক সঞ্জীব কুমার কর্ণ, কেয়ার বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর রমেশ সিংহ। এছাড়া রাইট টু ফুড বাংলাদেশের সাধারণ সম্পাদক ও ওয়েভ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মুহসীন আলী স্বাগত বক্তব্য দেন।