সীমান্তহত্যাসহ বিভিন্ন বিষয়ে বিজিবি-বিএসএফ বৈঠক
বিএসএফের আমন্ত্রণে সীমান্তে হত্যা, চোরাচালান বন্ধসহ বিভিন্ন বিষয় নিয়ে সেক্টর কমান্ডার পর্যায়ে বৈঠকে অংশ নিতে বিজিবির ২৬ সদস্যের একটি প্রতিনিধিদল ভারতে গেছে। আজ বৃহস্পতিবার (২৭ জুলাই) দুপুর ১২টায় দিনাজপুরের হিলি চেকপোস্ট দিয়ে বিজিবির প্রতিনিধিদলটি ভারতে যায়।
বিজিবি জানায়, আজ দুপুর ১২টায় হিলি চেকপোস্ট দিয়ে দিনাজপুর সেক্টর কমান্ডার কর্নেল রাশেদ আসগরের নেতৃত্বে বিজিবির প্রতিনিধিদলটি ভারতে গেছে। এ সময় চেকপোস্টে পৌঁছালে ভারতের পতিরাম ৬১ বিএসএফ ব্যাটালিয়নের অধিনায়ক কমল ভাগতসিং তাদের শুভেচ্ছা জানান। সেখানে সংক্ষিপ্ত আনুষ্ঠানিকতা শেষে ভারতের হিলি বিএসএফ ক্যাম্পে নিয়ে যাওয়া হয় তাদের। এরপর দুই বাহিনীর সেক্টর কমান্ডার পর্যায়ে বৈঠকটি শুরু হয়। বৈঠকে বিএসএফের পক্ষে নেতৃত্ব দিচ্ছেন ভারতের রায়গঞ্জ সেক্টর কমান্ডার কুনাল রায় শর্মা।
এদিকে বিজিবির একটি নির্ভরশীল সূত্রে জানা গেছে, বৈঠকে এই দুই কমান্ডারের মধ্যে সীমান্তে হত্যা ও চোরাচালান বন্ধসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে। কিছু অমীমাংসিত বিষয়ের সমাধানের সম্ভাবনা রয়েছে। আশা করা হচ্ছে তাদের মধ্যে ফলপ্রসূ আলোচনা হবে। বৈঠক শেষে বিজিবির প্রতিনিধিদলটি আজই দেশে ফিরবে।