তারেক-জুবাইদার বিরুদ্ধে রায়ের প্রতিবাদে সারা দেশে বিএনপির বিক্ষোভ
দুদকের মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নয় বছর এবং তাঁর স্ত্রী ডা. জুবাইদা রহমানকে তিন বছরের সাজা দিয়েছেন আদালত। আজ বুধবার (২ আগস্ট) বিকেলে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো. আসাদুজ্জামান এ রায় ঘোষণা করেন। রায়ে তারেক রহমানকে তিন কোটি টাকা এবং জুবাইদা রহমানকে ৩৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে এই রায়ের বিরুদ্ধে প্রতিবাদে সারা দেশে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করেছে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। সারা দেশ থেকে এনটিভির প্রতিনিধিদের পাঠানো প্রতিবেদন।
তারেক স্বপন, নারায়ণগঞ্জ
তারেক রহমান ও জুবাইদা রহমানের বিরুদ্ধে রায়ের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে নারায়ণগঞ্জ মহানগর ও জেলা বিএনপি। আজ বিকেলে রায়ের প্রতিবাদে এই বিক্ষোভ মিছিল করা হয়। মিছিলটি খানপুর হাসপাতাল রোড থেকে শুরু হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চাষাঢ়ার বিজয়স্তম্ভে এসে শেষ হয়।
এ সময় চাষাঢ়ার বিজয়স্তম্ভে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন, মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু, জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজীব, জেলাস্বেচ্ছাসেবক দলের সভাপতি আনোয়ার সাদাত সায়েম প্রমুখ।
এ সময় বক্তারা অভিযোগ করে বলেন, সরকার তারেক রহমানের প্রতি ভীত হয়ে এই ফর্মা এসে রায় দিয়েছে যা দেশের মানুষ প্রত্যাখ্যান করেছে বলে মন্তব্য করে অবিলম্বে এই রায় প্রত্যাহারের দাবি জানান বক্তারা।
মারুফ আহমেদ, কিশোরগঞ্জ
তারেক রহমান ও ডা. জুবাইদা রহমানের বিরুদ্ধে মামলার রায়ের প্রতিবাদে কিশোরগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা বিএনপি। রায় ঘোষণার পর পরই আজ বিকেলে জেলা শহরের স্টেশন রোডে বিএনপির কার্যালয়ের সামনে থেকে এই বিক্ষোভ মিছিল বের করা হয়। বিভিন্ন সড়ক ঘুরে মিছিলটি রথখোলা ময়দানে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম ও জেলা যুবদলের সভাপতি খসরুজ্জমান শরীফ।
জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম আশফাক, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব আলম, যুবদলের সভাপতি খসরুজ্জমান শরীফ, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি বাহার মিয়া ও সাধারণ সম্পাদক আবু নাসের সুমন, জেলা ছাত্রদলের সভাপতি মারুফ মিয়া ও সাধারণ সম্পাদক ফেরদৌস আহমেদ নেভিনসহ বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের কয়েকশ নেতাকর্মী কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
মুহাম্মদ আবু তৈয়ব, খুলনা
খুলনায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমানের মামলার রায় ঘোষণার পর পরই মহানগর বিএনপি সদস্য সচিব শফিকুল আলম তুহিনের নেতৃত্ব তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল বের হয়। আজ বিকেল ৫টায় খুলনা রেলস্টেশন থেকে বের হওয়া বিক্ষোভ মিছিলটি কেডিঘোষ রোডে দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।
এখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপি আহ্বায়ক আমীর এজাজ খাস, সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পি প্রমুখ ।
আকতার ফারুক শাহিন, বরিশাল
দুদকের মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং তাঁর স্ত্রী জুবাইদা রহমানের বিরুদ্ধে দেওয়া আদালতের রায়ের প্রতিবাদে বরিশালে বিক্ষোভ মিছিল করেছে মহানগর বিএনপি। আজ বিকেলে নগরীর সদর রোডে মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুকের নেতৃত্বে এই মিছিল বের করা হয়।
মিছিলটি নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে থেকে শুরু হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সদর রোডে এসে শেষ হয়।
পরে সেখানে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন মহানগর বিএনপির সদস্য সচিব মীর জাহিদুল কবির জাহিদ, মহানগরের যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আলী হায়দার বাবুল, আলহাজ কে এম শহিদুল্লাহ, মহানগর শ্রমিকদলের আহ্বায়ক ফয়েজ আহমেদ প্রমুখ।
এদিকে বিএনপির বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে নগরীতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
শাহজাহান সিরাজ মিঠু, জয়পুরহাট
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমানের রায়ের বিরুদ্ধে জয়পুরহাটে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল করেছে জেলা বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। আজ বিকেলে শহরের নতুনহাট এলাকায় রাসেল সরদারের চাতালে বিএনপি ও অংগসংগঠনের নেতাকর্মীরা সমবেত হয়। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে জামালগঞ্জ সড়ক প্রদক্ষিণ করে।
জেলা যুবদলের সদস্য সচিব মোক্তাদুল হক আদনানের নেতৃত্বে বের হওয়া এ বিক্ষোভ মিছিলটি শহরের বাটার মোড়ের দিকে যাওয়ার সময় বঙ্গবন্ধু সড়ক মোড়ে পুলিশ ব্যারিকেড দিয়ে বিক্ষোভ মিছিলটি ফিরিয়ে দেয়।
ফলে বিক্ষোভ মিছিলটি স্থানীয় রাসেলের চাতাল এলাকায় গিয়ে শেষ হলে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
এই সমাবেশে সদর উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট হেনা কবীর, জেলা কৃষক দলের আহ্বায়ক সেলিম রেজা ডিউক, জেলা ছাত্রদলের সভাপতি মামুনুর রশিদ প্রধান প্রমুখ উপস্থিত ছিলেন।
ভজন দাস, নেত্রকোনা
তারেক রহমান ও তাঁর সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমানের বিরুদ্ধে মামলার রায়ের প্রতিবাদে নেত্রকোনা জেলা ছাত্রদল তাৎক্ষণিক এক বিক্ষোভ মিছিল বের করে।
আদালতে রায় ঘোষণার পর পরই জেলা শহরের কুরপাড় মাস্টারবাড়ি রোড থেকে ছাত্রদলের মিছিলটি শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে গ্যাস অফিসের সামনে সমাবেশ করে।
জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক অনিক মাহবুব চৌধুরীর সঞ্চালনায় এতে বক্তব্য দেন জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি সারোয়ার আলম এলিন, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক আজহারুল ইসলাম কমল, জেলা ছাত্রদলের সহসভাপতি শামসুল হুদা শামীম, সিনিয়র যুগ্ম সম্পাদক শাহরিয়ার রহমান সাঈদ প্রমুখ
হালিম খান, নাটোর
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তাঁর স্ত্রী ডা. জুবাইদা রহমানকে সাজা দেওয়ার প্রতিক্রিয়ায় নাটোরে বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপি ও সহযোগী সংগঠনগুলো। আজ বিকেলে শহরের আলাইপুর এলাকার দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়।মিছিলটি প্রধান প্রধান সড়ক ঘুরে দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।পরে সেখানে এক প্রতিবাদ সভায় নেতারা অভিযোগ করেন, আন্দোলনে ভীত হয়ে সরকারের সাজানো মামলায় তারেক-জোবায়দাকে এই সাজা দেওয়া হয়েছে।
শফিকুল ইসলাম শফিক, মাগুরা
মাগুরায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও ডা. জুবাইদা রহমানের বিরুদ্ধে রায়ের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে জেলা ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবকদল। আজ সন্ধ্যার আগে সদর উপজেলার সামনে থেকে সদর হাসপাতাল পর্যন্ত বিক্ষোভ মিছিল করে ও সংক্ষিপ্ত সমাবেশ করে।
জেলা ছাত্রদলের সভাপতি আব্দুর রহিমের সভাপতিত্বে বক্তব্য দেন জেলা যুবদলের সভাপতি অ্যাডভোকেট ওয়াশিকুর রহমান কল্লোল, জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক হাসানুর রহমান হাসু প্রমুখ। বক্তারা এ রায়কে আওয়ামী সরকারের ফরমায়েসি রায় উল্লেখ করে তা প্রত্যাখ্যান করেন।
আহমেদ সাব্বির সোহেল, মানিকগঞ্জ
তারেক রহমান ও ডা. জুবাইদা রহমানের বিরুদ্ধে রায়ের প্রতিবাদে মানিকগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে দলীয় নেতাকর্মীরা। আজ বিকেলে জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে শহরের মডেল স্কুলের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বান্দুটিয়া বাজারে গিয়ে শেষ হয়। এরপর সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক গোলাম আবেদিন কায়সারের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য দেন দপ্তর সম্পাদক আরিফ হোসেন লিটন, জেলা যুবদলের আহ্বায়ক কাজী মোস্তাক হোসেন দিপু, সদস্য সচিব তুহিনুর রহমান তুহিন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জিন্নাহ খান ও সদস্য সচিব রাকিবুল ইসলাম।
এ সময় বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মো. আফজাল হোসেন, ভোলা
ভোলাতে পুলিশি বাধার মধ্যেও বিক্ষোভ মিছিল করেছে বিএনপি। আজ সন্ধ্যা সাড়ে ৭টায় মিছিলটি বের হয়।
শহরের মহাজনপট্টিস্থ জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে মিছিলটি বের হয়ে বরিশাল দালান নামক স্থানে এলে পুলিশ বাধা দেয়। পরে মিছিলটি ফিরে এসে একই স্থানে শেষ হয়। এর আগে শহরের বিভিন্ন স্থান থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে এসে দলীয় কার্যালয়ের সামনে একত্রিত হয়।
মিছিলে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাবেক মেয়র শফিউর রহমান কিরণ, বাচ্চু মোল্লা, সদস্য সচিব রাইসুল আলম, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল কাদের সেলিম এবং স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক খন্দকার আলামিনসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরাসহ শত শত নেতাকর্মীরা বিক্ষোভ মিছিলে অংশ নেন।
কুমিল্লা সংবাদদাতা
তারেক রহমান ও ডা. জুবাইদা রহমানের বিরুদ্ধে রায় ঘোষণার প্রতিবাদে কুমিল্লায় বিক্ষোভ মিছিল করেছে মহানগর ও জেলা বিএনপি। আজ বিকেলে নগরীর কান্দিরপাড় নিমতলী থেকে মিছিলটি বের হয়ে দলীয় কার্যালয়ের সামনে দিয়ে যাওয়ার সময় পুলিশের বাধার মুখে পড়ে মিছিলটি। পরে দলীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করে নেতাকর্মীরা।
এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব জসিম উদ্দিন, মহানগর বিএনপির সদস্য সচিব ইউসুফ মোল্লা টিপু, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল কাইয়ূম, মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক আমিরুজ্জামান আমির, জেলা যুবদলের সাবেক সভাপতি আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম প্রমুখ।
আইয়ুব আলী, ময়মনসিংহ
তারেক রহমান ও ডা. জুবাইদা রহমানের বিরুদ্ধে দুদকের মামলার রায় ঘোষণার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে ময়মনসিংহেও। বিএনপি, যুবদল ও সহযোগী সংগঠনের ব্যানারে বিকেলে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিলটি শহরের নতুন বাজার থেকে বাউন্ডারি রোড হয়ে ফুলবাড়ীয়া পুরাতন বাস স্ট্যান্ডে গিয়ে শেষ হয়।
এর আগে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা যুবদলের সভাপতি রুকনুজ্জামান রুকনের নেতৃত্বে মিছিল ও সমাবেশে যোগ দেন জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সোহেল খান, মহানগর স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব জি এস মাহবুব, মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক শহিদুল ইসলাম শহীদ, উত্তর জেলা ছাত্রদল সভাপতি নিহাদ সালমান ডুলন, উত্তর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব টুটুল প্রমুখ।