বিএনপির নেতাকর্মীদের ওপর হামলা, বাড়িঘর ভাঙচুরের অভিযোগ
সিরাজগঞ্জের কাজীপুর উপজেলায় আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে দলীয় নেতাকর্মীদের ওপর হামলা, বাড়িঘর ও মোটরসাইকেল ভাঙচুরের অভিযোগ করেছে উপজেলা বিএনপি। গতকাল বুধবার থেকে আজ বৃহস্পতিবার (৩ আগস্ট) দুপুর পর্যন্ত এই হামলা, বাড়িঘর ও মোটরসাইকেল ভাঙচুর করা হয়।
এসব হামলায় হামলায় বিএনপি, ছাত্রদল ও যুবদলের ১০ নেতাকর্মী আহত হয়েছেন।
গুরুতর আহত কাজীপুর উপজেলার মাইজবাড়ি ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক স্বপন তালুকদার, ছাত্রদলকর্মী রকি ও যুবদলের সদস্য ফজলুল হককে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কাজীপুর উপজেলা বিএনপির নেতাকর্মীরা জানান, কেন্দ্রীয় বিএনপি ঘোষিত বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন কাজীপুর উপজেলা বিএনপির নেতাকর্মীরা। এতে ক্ষুব্ধ হন কাজীপুর উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা। কর্মসূচিতে অংশ নেওয়া নেতাকর্মীদের ফেসবুকে ছবি দেখে দেখে তাদের ওপর হামলা করা হচ্ছে। হামলা করা হয়েছে কাজীপুর উপজেলা তাঁতী দলের সহসাধারণ সম্পাদক বাবুল মিয়া ও সাংগঠনিক সম্পাদক আব্দুল হান্নানের বাড়িতেও। এ ছাড়া বিএনপিরকর্মী আতিক, আব্দুল খালেক, ফজলুল হক ফজলুর বাড়িতেও হামলার ঘটনা ঘটেছে। স্বপন তালুকদার ও ফজলুর মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে বলে বিএনপিনেতারা অভিযোগ করেছেন।
কাজীপুর উপজেলা বিএনপির সভাপতি সেলিম রেজা বলেন, গতকাল ও আজ বৃহস্পতিবার কাজীপুরে বিএনপির একাধিক নেতাকর্মীর বাড়িতে হামলা চালানো হয়েছে। হামলা চালিয়ে আহত করা হয়েছে অন্তত ১০ নেতাকর্মীকে। আহতদের মধ্যে স্বপন তালুকদার, ফজলুল হক ও রকিকে বগুড়ায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ফেসবুক দেখে দলীয় কর্মসূচিতে অংশ নেওয়া নেতাকর্মীদের ওপর হামলা করা হচ্ছে। বিষয়টি কাজীপুর থানা পুলিশকে অবগত করেছি। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
তবে বিএনপিনেতাদের এসব অভিযোগ অস্বীকার করে কাজীপুর উপজেলার মাইজবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সালাম মেম্বার বলেন, ‘দুই পক্ষের মধ্যে হামলার ঘটনা ঘটেছে বলে জানতে পেরেছি। হামলার ঘটনার সঙ্গে আওয়ামী লীগের নেতাকর্মীরা জড়িত নয়। তাদের নিজেদের মধ্যে গ্রুপিংয়ের কারণে হামলা হতে পারে। বিএনপিনেতারা আমাদের বিরুদ্ধে যে অভিযোগ করছে, তা সত্য নয়।’
কাজীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল কুমার দত্ত বলেন, ‘আমরা মাইজবাড়িতে একটি হামলার খবর পেয়েছিলাম গতকাল বুধবার রাতে। খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। তবে এ বিষয়ে কেউ এখন পর্যন্ত লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।’