নওগাঁয় হেরোইন ও ইয়াবাসহ নারী আটক
নওগাঁয় ৫৫০ গ্রাম হেরোইন ও তিন হাজার ৮১৫ পিস ইয়াবাসহ এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। সীমান্তবর্তী পোরশা উপজেলার ছাওড় এলাকায় অভিযান চালিয়ে এসব মাদক জব্দ ও নারী মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
আজ মঙ্গগলবার (১৫ আগস্ট) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে র্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের কমান্ডার রফিকুল ইসলাম এ তথ্য জানান।
রফিকুল ইসলাম জানান, র্যাব প্রতিষ্ঠাকাল থেকেই দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরনের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। জঙ্গি, সন্ত্রাসী, সঙ্ঘবদ্ধ অপরাধী, মাদক, অস্ত্র, ভেজাল পণ্য, ছিনতাইকারী, প্রতারক, হত্যা এবং ধর্ষণ মামলার আসামিসহ সব অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। সেই ধারাবাহিকতায় আজ সকালে র্যাব-৫, জয়পুরহাট ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সূত্রে সংবাদ পায় যে, নওগা জেলার সীমান্তবর্তী পোরশা থানার ছাওড় এলাকায় এক নারী মাদক ব্যবসায়ী বিপুল ইয়াবা ও হেরোইন বিক্রির উদ্দেশে নিজ বাড়িতে মজুদ করেছে। এ তথ্যের ভিত্তিতে র্যাব-৫, সিপিসি-৩ জয়পুরহাট ক্যাম্পের একটি আভিযানিক দল অভিযান চালায়। এ সময় পোরশা উপজেলার ছাওড় এলাকায় মাদক ব্যবসায়ী আরজিনার বাড়িতে পুঁতে রাখা ৫৫০ গ্রাম হেরোইন ও তিন হাজার ৮১৫ পিস ইয়াবা করা হয়।
রফিকুল ইসলাম আরও জানান, র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আরজিনা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে পোরশা থানার সীমান্তবর্তী এলাকা থেকে এসব ইয়াবা ও হেরোইন সগ্রহ করে নওগাঁ, বগুড়াসহ রাজধানী ঢাকার বিভিন্ন ডিলার ও খুচরা মাদক বিক্রেতাদের কাছে বিক্রয় করে আসছিলেন বলেও স্বীকার করেছেন।
এ ঘটনায় পোরশা থানায় একটি মামলা করা হবে বলেও জানায় র্যাব।