ইয়াবাসহ শ্যামলী পরিবহণের চালক আটক
মেহেরপুরের গাংনীতে ২৭৩ পিস ইয়াবাসহ সাইদ আলী (৪৪) নামে শ্যামলী পরিবহণের এক চালককে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১২)। আজ বুধবার (২৪ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে গাংনী বাসস্ট্যান্ড থেকে তাঁকে র্যাব আটক করে।
আটক চালক সাঈদ আলী উপজেলার ছাতিয়ান গ্রামের খেদ আলীর ছেলে।
গাংনী র্যাব-১২ ক্যাম্পের কোম্পানি কমান্ডার মনিরুজ্জামান জানান, ঢাকা থেকে ছেড়ে আসা শ্যামলী পরিবহণে মাদক আসছে এমন সংবাদের ভিত্তিতে র্যাব ১২-এর অভিযানিক দল অভিযান চালিয়ে ২৭৩ পিস ইয়াবাসহ সাঈদ আলীকে আটক করে। তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন।
মনিরুজ্জামান আরও জানান, জেলার কয়েকটি রুট দিয়ে ঢাকায় ফেনসিডিল, হেরোইন, ইয়াবা ও গাঁজাসহ বিভিন্ন মাদক পাচার করা হয়। বেশ কয়েকটি পরিবহণ থেকে বিভিন্ন ধরনের মাদক উদ্ধার করা হয়েছে। এসব মাদক পাচারের সঙ্গে কতিপয় শ্রমিক ও কাউন্টার মাস্টারদের সম্পৃক্ততা পাওয়া গেছে। এ বিষয়ে নিয়ে তদন্ত চলছে।