ধামরাইতে বিষ প্রয়োগে খামারের ১৬ গরু হত্যা
ধামরাইয়ে একটি গবাদিপশুর খামারে বিষ প্রয়োগে মারা গেছে উন্নত জাতের ১৬টি গরু। গোখাদ্যের সাথে বিষ মিশিয়ে দেওয়ায় এমন ঘটনা ঘটেছে বলে অভিযোগ খামার মালিকের। এদের মধ্যে অধিকাংশ গরু ছিল গর্ভবতী। বালিয়া কাজীপাড়া এলাকার আসাদ এগ্রো ফার্মে সোমবার (২১ আগস্ট) ভোর রাতে এ ঘটনা ঘটে।
খামারের মালিক আসাদ খান জানান, সোমবার সকাল থেকে হঠাৎ খামারের গরুগুলো একে একে অসুস্থ হতে থাকে। পরে পর্যায়ক্রমে গরুগুলো ছটফট করতে করতে মারা যায়।
কি কারণে এমন ঘটনা ঘটেছে সেটি অজ্ঞাত জানিয়ে তিনি বলেন, ধারণা করছি গোখাদ্যের বিষক্রিয়ায় এমন ঘটনা ঘটতে পারে।
কৃষি উদ্যোক্তা আসাদ খান আরও বলেন, দুইবছর ধরে এই খামারে ফ্রিজিয়ান জাতের গরু লালন-পালন করছি। এই খামারের আয় দিয়ে পার্শ্ববর্তী একটি মাদ্রাসার খরচ বহন করি।
খামারের পরিচর্যাকারী সাদ্দাম হোসেন বলেন, অন্যান্য দিনের মতো গরুগুলোকে স্বাভাবিক খাবার দেওয়া হয়েছে। গরুগুলোকে খাবার দিয়ে যথারীতি বাড়িতে যাওয়ার পরে গরুগুলো একে একে ঢলে পড়ার খবর পাই।
ধামরাই উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সেলিম জানান, প্রাথমিকভাবে মনে করা হচ্ছে খাবারের বিষক্রিয়ায় গরুগুলোর মৃত্যু হয়েছে। নমুনা হিসেবে খামারের গবাদিপশুর খাবার, গরুর গোবর ও রক্ত পরীক্ষার জন্য সংগ্রহ করা হয়েছে। ফলাফল জানার পর নিশ্চিত হওয়া যাবে প্রকৃত কারণ।
এ ঘটনায় ভেঙে পড়েছেন খামারের মালিক আসাদ খান। ক্ষতির পরিমাণ প্রায় ৪০ লাখ টাকা বলেও জানিয়েছেন তিনি। কান্নাজড়িত কণ্ঠে আসাদ খান বলেন, যারা এই অবলা প্রাণিগুলোকে এভাবে বিষ প্রয়োগে হত্যা করেছে, আমি আল্লাহর কাছে তাদের বিচার চাই।