পশ্চিমারা শেখ হাসিনাকে কাবু করতে পারবে না : নৌপরিবহণ প্রতিমন্ত্রী
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2023/08/26/khalid_mahmud.jpg)
নৌপরিবহণ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, আমেরিকা ও ইউরোপসহ পশ্চিমারা শেখ হাসিনাকে কাবু করতে পারবে না। যারা দেশকে ভালোবাসে, যারা দেশের জন্য কাজ করে, তাদের সামনে অনেক বাধা আসে। তাদের মৃত্যুঝুঁকি নিতে হয়। বঙ্গবন্ধুও মৃত্যুঝুঁকি নিয়েছিলেন।
প্রতিমন্ত্রী আজ শনিবার (২৬ আগস্ট) দিনাজপুরের বিরল উপজেলায় আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা বলেন।
সাম্রাজ্যবাদী শক্তির কথা না শোনার কারণে ভারতের ইন্দিরা গান্ধী, শ্রীলংকার বন্ধরনায়েক, ইন্দোনেশিয়ার সুকর্ণকে হত্যা করা হয়েছে উল্লেখ করে খালিদ মাহমুদ চৌধুরী বলেন, 'মার্কিন সাম্রাজ্যবাদীরা বলেছিল, আমরা যেভাবে বলবো সেভাবে চলতে হবে। তারা বলেছিল, আমরা জাতীয়তাবাদী নেতা। আমাদের জনগণ যেভাবে বলবে সেভাবে চলবো। এ কারণেই তাদেরকে হত্যা করা হয়েছে।’
নৌপ্রতিমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজকে বাংলাদেশকে অপরূপ সাজে সজ্জিত করেছেন। বাংলাদেশকে তিনি মধ্যম আয়ের দেশে পরিণত করেছেন। যিনি বাংলাদেশের মানুষের জন্য সফল হয়েছেন, তাঁকে আজকে বারবার টেনে ধরতে চায়, তাকে আটকে ধরতে চায়, তাকে বিভিন্নভাবে দাবিয়ে রাখতে চায়। বিশ্বব্যাংক আইএমএফ, বিভিন্ন দাতাগোষ্ঠী, আমেরিকা, ইউরোপ বিভিন্ন শর্ত জুড়ে দিতে চায় যেন শেখ হাসিনাকে কাবু করতে পারে। শেখ হাসিনা কি কাবু হবার লোক? না, তিনি কাবু হবেন না। কারণ, তিনি বাংলার মানুষের ভালোবাসায় ঋণী। আমেরিকা বলেন, ইউরোপ বলেন, পশ্চিমা বলেন—কেউ শেখ হাসিনাকে কাবু করতে পারবে না। শেখ হাসিনা বাংলার মানুষকে ভালোবাসেন।’
বিআইডব্লিউটিএর চেয়ারম্যান কমডোর আরিফ আহমেদ মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বিআইডব্লিউটিএ'র সদস্য ড. এ কে এম আজাদুর রহমান, জেলা প্রশাসক শাকিল আহমেদ, পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদ প্রমুখ।