রাষ্ট্রপতির এপিএস সাগর হোসেনের নিয়োগ বাতিল
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সহকারী একান্ত সচিব (এপিএস) পদে নিয়োগ পাওয়া মোহাম্মদ সাগর হোসেনের নিয়োগের আদেশ বাতিল করা হয়েছে। আজ রোববার (২৭ আগস্ট) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
প্রজ্ঞাপনে বলা হয়, মহামান্য রাষ্ট্রপতির অভিপ্রায় অনুযায়ী মোহাম্মদ সাগর হোসেনকে তাঁর সহকারী একান্ত সচিব হিসেবে নিয়োগ সংক্রান্ত প্রজ্ঞাপনটি বাতিল করা হলো।
তবে, কি কারণে সাগর হোসেনের নিয়োগ বাতিল করা হয়েছে, সে বিষয়ে প্রজ্ঞাপনে সুনির্দিষ্ট কিছু বলা হয়নি।
এর আগে, গত ৮ আগস্ট সায়েদাবাদ যাত্রাবাড়ী নিবাসী সাগর হোসেনকে রাষ্ট্রপতির এপিএস হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছিল জনপ্রশাসন মন্ত্রণালয়। সেই প্রজ্ঞাপন আজকের প্রজ্ঞাপনের মাধ্যমে বাতিল করা হলো।