লেবার পার্টিতে ভাঙন, চেয়ারম্যান ইরানকে বহিষ্কার করে নতুন কমিটি গঠন
বিএনপির নেতৃত্বাধীন সঙ্গে ১২ দলীয় জোটের শরিক দল লেবার পার্টির মধ্যে ভাঙনের দেখা দিয়েছে। দলটির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরানকে বহিষ্কার করে নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। তবে, ইরানের দাবি—বহিষ্কারকারীরা দীর্ঘদিন ধরে দলীয় কর্মকাণ্ডে যুক্ত নয়।
আজ সোমবার (২৮ আগস্ট) লেবার পার্টির এক বিবৃতিতে বলা হয়, দলীয় স্বার্থ ও সাংগঠনিক শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের জন্য ডা. মোস্তাফিজুর রহমান ইরানকে বাংলাদেশ লেবার পার্টির প্রাথমিক সদস্য পদসহ চেয়ারম্যানের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। একইসঙ্গে পার্টির মহাসচিব মো. ফারুক রহমানকে চেয়ারম্যান এবং পার্টির ভাইস চেয়ারম্যান মো. আমিনুল ইসলামকে মহাসচিব নির্বাচিত করা হয়েছে।
দলীয় গঠনতন্ত্র অনুযায়ী সব যুগ্ম মহাসচিব, ভাইস চেয়ারম্যান, জেলা, মহানগর নেতাদের সিদ্ধান্ত অনুযায়ী এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ওই বিবৃতিতে দাবি করা হয়।
এ বিষয়ে ডা. মোস্তাফিজুর রহমান ইরান বলেন, ‘ফারুক রহমানকে দীর্ঘদিন যাবৎ দলীয় কর্মকাণ্ডে অনুপস্থিত। পার্টির নিবন্ধন সংক্রান্ত কাজে অসহযোগিতার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। পারিবারিক সমস্যার কথা জানিয়ে গত ১৭ জুন পার্টির কর্মকাণ্ড থেকে অব্যহতি চান তিনি। এর প্রেক্ষিতে জাতীয় নির্বাহী কমিটি দলীয় পদ-পদবিসহ সাধারণ সদস্যপদ থেকে তাকে অব্যহতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।’
ইরান বলেন, ‘পার্টির সাবেক সাংগঠনিক সম্পাদক হুমাউন কবির বিভিন্ন ওষুধ কোম্পানির সঙ্গে প্রতারণা করেছে। এ নিয়ে তার বিরুদ্ধে মামলা চলমান। মামলার সত্যতা প্রমাণিত হওয়ায় কমিটি তাকেও সকল পদ-পদবি থেকে অব্যহতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।’
বিবৃতি অনুযায়ী, লেবার পার্টির নতুন চেয়ারম্যান ফারুক রহমান বলেন, ‘দীর্ঘদিন ধরে ২০ দলীয় জোটে থেকে সরকারের বিরুদ্ধে আন্দোলন করে আসছি আমরা। ২০ দল ভাঙার পরে লেবার পার্টি ১২ দলীয় জোটের সঙ্গে আন্দোলন অব্যাহত রেখেছে। কিন্তু, ডা. মোস্তাফিজুর রহমান ইরান সবসময় সংগঠনবিরোধী এবং দলের অধিকাংশ নেতার সিদ্ধান্তের বাইরে একাই অনেক কাজ করেছেন। যা অগ্রহণযোগ্য।’
‘এরই পরিপ্রেক্ষিতে দলীয় ফোরামে আলোচনা সাপেক্ষে ডা. ইরানকে বহিষ্কার করা হয়েছে। কিন্তু, তিনি আমার বিরুদ্ধে যে অভিযোগ করেছেন সেগুলো মিথ্যা। কারণ, তিনি ব্যাকডেটে অনেক কাগজ দেখান। যেসবের ভিত্তি নেই। তিনি আর তার বউ মিলেই এতদিন লেবার পার্টিকে কুক্ষিগত করে রেখেছিলেন। এখন থেকে লেবার পার্টি ১২ দলীয় জোটের সঙ্গে আছে এবং চেয়ারম্যান আমি।’