চলচ্চিত্র নায়িকা ফরিদা পারভীনের কারাদণ্ড
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2023/08/30/jeba_choudury_jaya.jpg)
অর্থ আত্মসাতের মামলায় চিত্রনায়িকা জেবা চৌধুরী ওরফে ফরিদা পারভীনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার (২৯ আগস্ট) ঢাকার জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. মুজাহিদুল ইসলাম এই রায় ঘোষণা করেন।
বাদীপক্ষের আইনজীবী মাহবুব হোসেন রানা বিষয়টি এনটিভি অনলাইনকে নিশ্চিত করে বলেন, ‘বিচারক দণ্ডবিধির ৪০৬ ধারায় এক বছর ও ৪২০ ধারায় দুই বছর কারাদণ্ড দিয়েছেন। এ ছাড়া বিচারক আসামিকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন।’
আইনজীবী আরও বলেন, ‘আজকে রায়ের সময় আসামি পলাতক ছিলেন। তার অনুপস্থিতিতে মামলার রায় ঘোষণা করা হয়েছে।’
নথি থেকে জানা গেছে, গত বছরের ২০ মার্চ বাদীর সঙ্গে আসামির গাড়ি বিক্রির চুক্তি হয়। চুক্তি অনুযায়ী বাদীরা আসামিকে সাত লাখ টাকা দেন এবং আসামি তা গ্রহণ করেন।
নথি থেকে আরও জানা গেছে, গাড়ি বিক্রির তিন বছরে আসামি বাদীকে ট্যাক্স টোকেন ও রোড পারমিট না দেওয়ায় বাদী আদালতে মামলা দায়ের করেন। মামলার পরে গত ৮ জুন আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের মধ্যে দিয়ে বিচার শুরু হয়। বিচারের সময় তিনজন সাক্ষীর সাক্ষ্য নিয়েছেন আদালত।