যুবলীগকর্মী খুন, অভিযুক্ত মেয়র-জামাতাসহ ৩১
মুক্তাগাছায় যুবলীগকর্মী আসাদুজ্জামান খুনের ঘটনায় মেয়র ও তাঁর জামাতাসহ ৩১ জনের নামে অভিযোগ করেছে নিহত যুবলীগকর্মীর ছেলে মো. তাইব হাসান আনন্দ (১৭)। এ নিয়ে আজ বৃহস্পতিবার (৩১ আগস্ট) বিকেলে ময়মনসিংহ প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এ বিষয়ে বক্তব্য দিয়েছেন মুক্তাগাছা উপজেলা চেয়ারম্যান আব্দুল হাই আকন্দ।
সাংবাদিক সম্মেলনে আসাদুজ্জামান আসাদের হত্যাকারী ও পরিকল্পনাকারীদের চিহ্নিত করে দ্রুত গ্রেপ্তারের দাবি জানান উপজেলা চেয়ারম্যান।
আব্দুল হাই আকন্দ বলেন, সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদের ছত্রছায়ায় এবং মুক্তাগাছা পৌরসভার মেয়র ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন সরকারের হুকুমেই মেয়ে জামাই মনিরের নেতৃত্বে আসাদুজ্জামানকে খুন করা হয়েছে।
এ সময় নিহত আসাদুজ্জামানের স্ত্রী আছিয়া খানম, ছেলে তাইব হাসান আনন্দ, আজমির (৫), মেয়ে আদিবা (১৩), মুক্তাগাছা শহর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জহুরুল জহির, সাবেক উপজেলা চেয়ারম্যান বাপ্পী ঘোষ প্রমুখ।
নিহত আসাদুজ্জামানের পরিবার তৃণমূল আওয়ামী লীগ ও সংহযোগী সংগঠনেরে ব্যানারে এই সংবাদ সম্মেলন করা হয়।
এ সময় মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বরাবর লিখিত অভিযোগের কপি সাংবাদিকদের সরবরাহ করার পর উপজেলা চেয়ারম্যান আব্দুল হাই আকন্দ কথা বলেন।
প্রতিমন্ত্রীর প্রতিপক্ষ নির্মূলের জন্য এসব হানাহানি করা হচ্ছে বলে অভিযোগ করেন উপজেলা চেয়ারম্যান বলেন, ‘প্রধানমন্ত্রীর কাছে এর বিচার চাই এবং যারা জড়িত তাদের পদপদবি অনুযায়ী সাংগাঠনিক ব্যবস্থা চাই।’
গত ২৮ আগস্ট রাতে মুক্তাগাছার আটানি বাজারে যুবলীগকর্মী আসাদুজ্জামান আসাদকে (৩২) কুপিয়ে গুরুতর আহত করার পর তিনি হাসপাতালে মারা যান।
সংবাদ সম্মেলনে নিহত আসাদের স্ত্রী দাবি করেন, আসামিদের বিরুদ্দে আগে মামলা ছিল। সেই মামলায় কোনো বিচার হয়নি বলেই তাঁর স্বামীকে জীবন দিতে হয়েছে।
অভিযুক্তরা হলেন মুক্তাগাছা পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন, তাঁর জামাতা উপজেলা যুবলীগের সাবেক সভাপতি মো. মাহাবুবুল আলম মনি, মো. কামরুজ্জামান ওরফে জামান, মো. রাশেদ, মো. ইসমাইল হোসেন (৪০), মো. খায়রুল (৩২), মো. দেলোয়ার, মো. লিংকন (২৬), মো. মিন (২৮), মো. মুমিনুল হক, মো. শাকু (৩০), মো. সিফাত, মো. মঞ্জুরুল হক (৩৯), শুভ দে (২৯), মো. রুবেল (৪০), মো. জিবারুল ইসলাম ওরফে জাবেদুল (২৭), মো. লুৎফর রহমান (৬০), মো. ভুট্টো (৫৫), মো. আছিল (৪৫), মো. এনামুল হক (৩৭), মো. মোকারম (৩৫), মো. নাহিদ হাসান রাজিব (৩৪), শহীদুল ইসলাম ওরফে শহিদ (৪৫), মো. সিয়াম (২৯), মো. বদরুজ্জামান রুবেল (৩০), মো. বিল্লাল হোসেন সরকার, মো. শরীফ (২৭), মো. রাসেল (৩৮), মো. সামিউল ইসলাম খোকন (৩৫), বাহা (২৮), মো. শাকিল আহম্মেদ (২৭) ও মো. আব্দুল হালিম।