তালাক দেওয়া নারীকে খুন করে গ্রেপ্তার সাবেক স্বামী
ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় তালাক দেওয়া নারীকে খুনের দায়ে সাবেক স্বামী আয়নাল হককে (২৮) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শুক্রবার (১ সেপ্টেম্বর) বিকেলে তাঁকে গ্রেপ্তার করা হয়।
এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত রক্তমাখা চাকুও উদ্ধার করা হয়েছে। হত্যার কথা স্বীকার করেছেন সাবেক এই স্বামী। পরে বিকেলেই তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
ফুলবাড়ীয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুজ্জামান খান আজ রাতে এই খবর নিশ্চিত করেছেন।
মামলার বরাত দিয়ে পুলিশ জানায়, দুই বছর আগে উপজেলার আছিম টানপাড়া এলাকার আফাজ উদ্দিনের মেয়ে লাইজু আক্তারের (১৯) সঙ্গে একই ইউনিয়নের বাঁশদী গ্রামের মোবারক আলীর ছেলে আয়নাল হকের বিয়ে হয়। কিন্তু পারিবারিক কলহের জেরে সাত-আট মাস আগে তাঁদের বিচ্ছেদ ঘটে।
পুলিশ আরও জানায়, গতকাল বৃহস্পতিবার রাত ৮টায় বাপের বাড়িতে লাইজু আক্তার নিজ ঘরে এশার নামাজ পড়ছিলেন। এ সময় আগে থেকে সেই ঘরে লুকিয়ে থাকা আয়নাল হক তাঁকে উপর্যুপরি ছুরিকাঘাত করেন। তখন চিৎকার করলে তাঁর মা ও ছোট বোন দৌড়ে ঘরে এসে তাঁকে মাটিতে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। এ সময় সাবেক স্বামী আয়নাল হক রক্তামাখা চাকু হাতে তাঁদের ধাক্কা দিয়ে ঘর থেকে বের হয়ে যান। পরে তাঁরা লাইজুকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতাল নিয়ে যান। রাত ২টায় লাইজু মারা যান।
এ ঘটনায় আজ বিকেলে নিহত লাইজুর বাবা আফাজ উদ্দিন বাদী হয়ে ফুলবাড়ীয়া থানায় হত্যা মামলা করলে পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে অভিযুক্ত সাবেক স্বামী আয়নাল হককে গ্রেপ্তার করে।