ঝড়ে হাওরে নৌকা ডুবে নিখোঁজ তিন জেলের মরদেহ উদ্ধার
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2023/09/05/netrakona_kolmakanda_pic.jpg)
নেত্রকোনায় আকস্মিক ঝড়ে হাওরে নৌকা ডুবে নিখোঁজ তিন জেলেরই মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) সকালে এবং গতকাল কলমাকান্দার সোনাডুবি হাওর ও মোহনগঞ্জের ডিঙাপোতা হাওরে নৌকাডুবির স্থানের আশপাশের এলাকা থেকে ভাসমান মরদেহগুলো উদ্ধার করেন পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা।
এর আগে গত রোববার দিনগত ভোররাতে ঝড়ে জেলার কলমাকান্দার সোনাডুবি ও মোহনগঞ্জের ডিঙাপোতা হাওরে এ নৌকাডুবির ঘটনা ঘটে। এতে আব্দুল কুদ্দুস (৩৮), অনিল চন্দ্র দাস (৪৫) ও দুলাল তালুকদার (৬০) নামে তিন জেলে নিখোঁজ হন। গতকাল সোমবার দুপুরে আব্দুল কুদ্দুসের মরদেহ হাওরে ভাসমান অবস্থায় উদ্ধার করে স্থানীয়রা। নিখোঁজ অনিল চন্দ্র দাস ও দুলাল তালুকদার খোঁজে সন্ধান চালান পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা। পরে আজ সকালে ঘটনাস্থলের আশপাশে অনিলের মরদেহ ভেসে উঠে।
এ বিষয়ে কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, নৌকাডুবির ঘটনায় নিখোঁজ হওয়া দুজনের মরদেহ গতকাল ও অন্যজনের মরদেহ আজ উদ্ধার করা হয়েছে। আজ উদ্ধার হওয়া অনিল চন্দ্র দাসের মরদেহ সুরতহাল প্রতিবেদন তৈরি করে আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ ছাড়া মোহনগঞ্জের ডিঙাপোতা হাওরে নৌকা ডুবে নিখোঁজ জেলে দুলাল তালুকদারের (৬০) মরদেহ গতকাল সন্ধ্যা ৬টার দিকে উদ্ধার করেন পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা।
মোহনগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) তাজুল ইসলাম বলেন, যেহেতু এটি একটি দুর্ঘটনা। তাই এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ নেই। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।