জয়পুরহাটে ছাত্রাবাস থেকে দেড়শ কেজি গাঁজাসহ আটক দুই
জয়পুরহাটের তামিম নামক একটি ছাত্রাবাসে অভিযান চালিয়ে দেড়শ কেজি গাঁজাসহ দুজনকে আটক করেছে র্যাব-৫। মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) রাতে শহরের চিত্রাপাড়া এলাকা থেকে ওই দুজনকে আটক করা হয়। আজ বুধবার (৬ সেপ্টেম্বর) এক সংবাদ সম্মেলনে এতথ্য জানিয়েছে সংস্থাটি।
আটককৃতরা হলেন—শহরের চিত্রাপাড়া এলাকার বাসিন্দা সাব্বির হোসেন ও রতন মন্ডল।
আজ দুপুরে র্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের হলরুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লে. কর্ণেল রিহাদ শাহরিয়ার জানান, চিত্রাপাড়া এলাকায় তামিম নামের একটি ছাত্রাবাসে বিপুল পরিমাণ গাঁজা মজুদ রয়েছে এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। এ সময় ওই ছাত্রাবাসের তালাবদ্ধ একটি কক্ষ থেকে কাগজে মোড়ানো অবস্থায় প্রায় ১৫০ কেজি গাঁজা জব্দ করা হয়। আটক করা হয় দুই মাদক কারবারিকে।
র্যাবের এই ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, ‘ওই ছাত্রাবাস থেকে জেলার বিভিন্ন স্থানের মাদক কারবারিদের কাছে গাঁজা বিক্রি করা হতো। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।’