কুমিল্লায় মাছের ড্রামে মিলল ৮৪ কেজি গাঁজা, গ্রেপ্তার যুবক
কুমিল্লায় অভিনব কৌশলে পিকআপ ভ্যানে মাছের ড্রামে করে গাঁজা পাচারের সময় ৮৪ কেজি গাঁজাসহ রাকিবুল হাসান (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব।
র্যাব জানায়, আজ সোমবার (২১ অক্টোবর) সকালে গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার পশ্চিম রাজাপাড়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় একটি পিকআপ ভ্যান তল্লাশি করা হয়। চালককে পিকআপ ভ্যানে কি আছে জিজ্ঞাসা করলে জানায় মাছ আছে। পরে ড্রাম চেক করে দেখা যায়, অভিনব কৌশলে পিকআপ ভ্যানে মাছ রাখার ড্রামের মধ্যে লুকিয়ে গাঁজা পাচার করা হচ্ছিলো। ড্রাম তল্লাশি করে মাছের বদলে ৮৪ কেজি গাঁজা জব্দ করা হয়। এ সময় পিকআপ ভ্যানটিও জব্দ করা হয়।
গ্রেপ্তার রাকিব কুমিল্লা সদর উপজেলার বাঁশমঙ্গল এলাকার বাসিন্দা। পরে তাকে কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়।
কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম জানান, গ্রেপ্তার রাকিবের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আদালতে প্রেরণ করা হয়েছে।