তুচ্ছ ঘটনায় ভোলায় জেলেকে কুপিয়ে হত্যা
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2023/09/09/bholaa.jpg)
ভোলার ইলিশা মেঘনার পাড়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মো. রাসেল নামের এক জেলেকে কুপিয়ে হত্যা করেছে রিয়াজ নামের অপর এক জেলে। পুলিশ ঘাতক রিয়াজ হোসেনকে আটক করেছে।
আজ শনিবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে ভোলা সদর উপজেলার ইলিশার চডারমাথা এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে। ঐ সময় মেঘনা নদীর পাড়ে বসে জেলেরা জাল বুনছিলেন। এসময় কথা কাটাকাটির এক পর্যায়ে রিয়াজ তার হাতে থাকা চাকু দিয়ে রাসেলের মাথায় আঘাত করে। পরে অপর জেলেরা রাসেলকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার রাসেলকে মৃত ঘোষণা করেন। এদিকে খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে রিয়াজ হোসেনকে আটক করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আব্দুল্লাহ আল মামুন বলেন, আমরা জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছি। লিখিত অভিযোগ পাইনি। ঘটনাস্থলে গিয়েছি। আরও তথ্য নিয়ে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে।