মমেক হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2023/09/09/mymen.jpg)
ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হপাসপাতালে কর্মবিরতি প্রত্যাহার করেছে ইন্টার্ন চিকিৎসকরা। আজ শনিবার (১৫ সেপ্টেমর) দুপুরে তারা তিন দিনের কর্মবিরতি প্রত্যাহার করেন। যদিও আগামী ১৫ দিনের মধ্যে অভিযুক্ত পুলিশ সদস্যদের চাকরি থেকে স্থায়ীভাবে বহিষ্কারের শর্ত জুড়ে দিয়েছে ইন্টার্ন চিকিৎসক পরিষদ।
গত বুধবার রাতে মমেক হাসপাতালে এক পুলিশ সদস্যের স্বজনের সেবা নিয়ে উদ্ভূত পরিস্থিতে মমেক হাসপাতালের পুলিশ ফাঁড়িতে ঢুকে মারামারি ও হামলা চালিয়ে ফাঁড়িতে ভাঙচুরের ঘটনা ঘটে। এ সময় আট ইন্টার্ন চিকিৎসক ও দুই পুলিশ সদস্য আহত হন।
পরদিন বৃহস্পতিবার বেলা ১২টায় তিন দিনের কর্মবিরতি ঘোষণা করেন ইন্টার্ন চিকিৎসকরা। আজ ছিল তার শেষ দিন।
এর আগেই মমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই রফিকুল ইসলাম ও কন্সটেবল আরিফকে সাময়িক বহিষ্কার করে বাকিদের পুলিশ লাইনসে ক্লোজ করা হয়।
জানা গেছে, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ এবং জেলা পুলিশ আলাদা দুটি তদন্ত কমিটি গঠন করেছে। ওই দুই কমিটি তদন্ত অব্যাহত রেখেছে।