কল্যাণ পার্টির অতিরিক্ত মহাসচিব হলেন আব্দুল্লাহ আল হাসান সাকীব
বাংলাদেশ কল্যাণ পার্টির অতিরিক্ত মহাসচিব হলেন আব্দুল্লাহ আল হাসান সাকীব। দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভায় সোমবার (১১ সেপ্টেম্বর) সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেন পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, বীর প্রতীক।
সাবেক ছাত্রনেতা আব্দুল্লাহ আল হাসান সাকীব পেশায় আইনজীবী। গত দুই বছর ধরে তিনি কল্যাণ পার্টির যুগ্ম মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর অধ্যয়ন শেষ করে তিনি এখন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এম ফিল গবেষক হিসেবে অধ্যয়ন করছেন।
বাংলাদেশ কল্যাণ পার্টির নির্বাহী কমিটির সভায় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এবং দৃক পিকচার লাইব্রেরির প্রতিষ্ঠাতা খ্যাতিমান সাংবাদিক শহীদুল আলম।
এসময় আরও উপস্থিত ছিলেন দলের মহাসচিব আবদুল আউয়াল মামুন, স্থায়ী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা ইলিয়াস, মিসেস ফোরকান ইব্রাহীম, প্রফেসর আবদুল মান্নান, ফয়সা্ল মেহেদী, ভাইস চেয়ারম্যান শাহিদুর রহমান, নুরুল আফসার, আলী হোসাইন, মাহমুদ খানসহ অতিরিক্ত মহাসচিব নুরুল কবির পিন্টু, যুগ্ম মহাসচিব রাশেদ ফেরদৌস, জাহিদুর রহামান, আবু হানিফ, অ্যাডভোকেট হাসান প্রমুখ।