বিএনপিকে রাজনৈতিক দল মনে করেন না শামীম ওসমান
নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান বলেছেন, বিএনপিকে বন্ধু বলতে পারি না, তারা বন্ধু হওয়ার উপযুক্ত না। তাদের রাজনৈতিক কোনো দল মনে করি না।’ আজ মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) বিকেলে নারায়ণগঞ্জ রাইফেলস ক্লাবে এক সভায় তিনি এ কথা বলেন।
মহানগর আওয়ামী লীগ আগামী ১৬ সেপ্টেম্বর নারায়ণগঞ্জে মহাসমাবেশ সফল করতে এ প্রস্তুতিমূলক সভার আয়োজন করে।
সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান বলেন, ‘বিএনপিতেও ভালো মানুষ আছে। যাদের কারণে এত বছর বিএনপির সঙ্গে আমাদের কোনো সংঘাত হয়নি। তবে তাঁদের লাথি দিয়ে বের করে দিয়েছে। তারেক একটা চোর। ও চোরদের সঙ্গে নিয়ে বসছে। বিএনপি ক্ষমতার ৫২ হাজার কিলোমিটারের মধ্যেও আসতে পারবে না। আগামী জাতীয় নির্বাচন হবে শতভাগ ফ্রি অ্যান্ড ফেয়ার।’
শামীম ওসমান আরও বলেন, আগামী নির্বাচনে প্রধানমন্ত্রীর শেখ হাসিনা আবারও প্রধানমন্ত্রী হবেন। সে উপলক্ষে আগামী ১৬ সেপ্টেম্বর সমাবেশে শেখ হাসিনাকে আগাম প্রধানমন্ত্রী হিসেবে ঘোষণা করা হবে।’
এ সময় গতকাল নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের বাজেট ঘোষণার সময় তাঁকেসহ জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে নিয়ে মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর সমালোচনার কথা তুলে ধরেন শামীম ওসমান।
মহানগর আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান চন্দনশীলের সভাপতিত্বে আরও বক্তব্য দেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোকন সাহা, যুগ্ম সাধারণ সম্পাদক শাহা নীজাম প্রমুখ।