মুক্তিযুদ্ধের পর বড় আন্দোলন করছে ১৮ কোটি মানুষ : আমীর খসরু
১৯৭১ সালের মুক্তিযুদ্ধের পর এখন বড় আন্দোলন করছে ১৮ কোটি মানুষ- এমন মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, গণতন্ত্রের পক্ষে দেশের লাখ লাখ মানুষ রাস্তায় নেমেছে। এ আন্দোলন বিএনপির আন্দোলন নয়, এ আন্দোলন দেশের ১৮ কোটি মানুষের আন্দোলন।
আজ শুক্রবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে আন্তর্জাতিক গণতন্ত্র দিবস ও সরকার পতনের একদফা দাবিতে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি আয়োজিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেওয়ার সময় আমীর খসরু এসব কথা বলেন।
বিএনপি স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ‘বিশ্ব গণতন্ত্রে দিবসে আজ বাংলাদেশে গণতন্ত্র, আইনের শাসন ও বাকস্বাধীনতা নেই। আজকে গণতন্ত্রের পক্ষে লাখ লাখ মানুষ রাস্তায় নেমেছে। এ আন্দোলন বিএনপির আন্দোলন নয়, এ আন্দোলন দেশের ১৮ কোটি মানুষের আন্দোলন। ৭১ মুক্তিযুদ্ধের পর এটি বড় আন্দোলন। মুক্তিযুদ্ধের সময় যেমন পাকিস্তানিদের সকল অনাচার অবিচারের বিরুদ্ধে জাতি যেমন এক হয়েছিল। বর্তমানে একই কারণে দেশের মানুষ এক হয়েছে। যারা ক্ষমতায় আছে তারা সরকার নয়, এটি লুটেরা, খুনী ও গণতন্ত্র হত্যাকারী।’
আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘আমাদের আন্দোলন কোনো দলের বিরুদ্ধে নয়। আমাদের প্রতিপক্ষ যারা সব কিছু দখল করে রেখেছে, বিচার বিভাগকে দখল করে রেখেছে, যারা দেশের মানুষকে বাইরে রেখে আবারও ক্ষমতায় আসতে চায় তাদের বিরুদ্ধে আন্দোলন। আজকে দেশের মানুষ একদিকে আর এ সরকার আরেক দিকে। দেশের মানুষ যখন কোনো সিদ্ধান্ত নেয়, সে সিদ্ধান্তের বাইরে কেউ টিকে থাকতে পারবে না। এই ফ্যাসিস্ট সরকার ফিরে না যাওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না। এদের সময় শেষ হয়ে গেছে।’
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালামের সভাপতিত্বে মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হকের সঞ্চালনায় এতে বক্তব্য দেন বিএনপিনেতা আব্দুল আউয়াল মিন্টু, আবুল খায়ের ভূঁইয়া, হাবিবুর রহমান হাবিব, সৈয়দ মোয়াজ্জেম হোসেন প্রমুখ।