নারায়ণগঞ্জে আ.লীগ কার্যালয়ে বোমা হামলার দ্রুত বিচার হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ২০০১ সালে নারায়ণগঞ্জের বর্বরোচিত বোমা হামলার বিচার কাজ দ্রুত সম্পন্ন করা হবে। আগামী নির্বাচনে জনগণ কোনো ভুল করবে না। এ দেশের মানুষ আগামী নির্বাচনে আওয়ামী লিগকেই নির্বাচিত করবে।
আজ শনিবার (১৬ সেপ্টেম্বর) নারায়ণগঞ্জের ২ নং রেলগেটে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে সংসদ সদস্য শামীম ওসমানের নেতৃত্বে আয়োজিত জনসমাবেশে স্বরাষ্ট্রমন্ত্রী প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘যারা হত্যা, সন্ত্রাস, জ্বালাও-পোড়াওয়ের রাজনীতি করে তাদের কেউ ক্ষমতায় দেখতে চায় না। তারা বারাবার প্রধানমন্ত্রীকে হত্যা করতে চেয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেখিয়ে দিয়েছেন বঙ্গবন্ধুর হত্যার বিচার করে, যুদ্ধাপরাধীদের বিচার করে, আইনের শাসন প্রতিষ্ঠিত করে কীভাবে দেশকে এগিয়ে নিয়ে যেতে হয়। এ দেশে শেখ হাসিনার বিকল্প শেখ হাসিনা বলেই দেশের জনগণ মনে করেন। ২০০১ সালের ১৬ জুন নারায়ণগঞ্জের চাষাড়া আওয়ামী লীগ কার্যালয়ে বর্বরোচিত বোমা হামলায় ২১ জন প্রাণহানির ঘটনায় দ্রুত বিচার কাজ সম্পন্ন করা হবে।’
সমাবেশে জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই, সাধারণ সম্পাদক আবু হাসনাত শহিদ মো. বাদল, মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান চন্দন শীল, সাধারণ সম্পাদক খোকন সাহা, সোনারগাঁ থানা আওয়ামী লীগের সভাপতি কায়সার হাসনাত, মহানগর যুবলীগের সভাপতি শাহাদাৎ হোসেন ভূইয়া সাজনু, মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি হাবিবুর রহমান রিয়াদ, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের নারায়ণগঞ্জ জেলার সভাপতি প্রকৌশলী মামুনুর রশীদ প্রমুখ উপস্থিত ছিলেন।