নিরপেক্ষ সরকার ছাড়া দেশে কোনো নির্বাচন হবে না : আমীর খসরু
‘ইউরোপীয় ইউনিয়নের ২৭টি দেশ পর্যবেক্ষক পাঠাবে না, কারণ বাংলাদেশে নির্বাচনের কোনো পরিবেশ নেই। এর অর্থ হচ্ছে নিরপেক্ষ সরকার ব্যতীত বাংলাদেশে কোনো নির্বাচন হবে না’ বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। আজ বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে ভৈরব-ব্রাহ্মণবাড়িয়া-হবিগঞ্জ-মৌলভীবাজার-সিলেট রোডমার্চ ব্রাহ্মণবাড়িয়ার বিশ্বরোড এলাকায় এক পথ সভায় তিনি এ মন্তব্য করেন।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সরকার পতনের একদফা দাবিতে পথসভা ও রোড মার্চ কর্মসূচি পালন করছে বিএনপি। আজ সকালে ভৈরব-ব্রাহ্মণবাড়িয়া-হবিগঞ্জ-মৌলভীবাজার-সিলেটে রোডমার্চ নিয়ে বিএনপির কেন্দ্রীয় নেতারা আশুগঞ্জে প্রবেশ করলে জেলা ও স্থানীয় নেতাকর্মীরা তাদের স্বাগত জানান। এরপর জেলার আশুগঞ্জ থেকে সাতবর্গ পর্যন্ত বিভিন্ন স্পটে বিপুল নেতাকর্মীসহ সাধারণ মানুষ জড়ো হয়।
এ সময় ঢাকা-সিলেট মহাসড়কের বিভিন্ন স্থানে বাস-ট্রাক ফেলে রেখে রোড মার্চ বন্ধ করে দেওয়ার অভিযোগ করে বিএনপিনেতা আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, এটা হচ্ছে বর্তমান অনির্বাচিত দখলদার সরকারের টিকে থাকার শেষ চেষ্টা। এতে শেষ রক্ষা হবে না। দেশের মালিকানা নিয়েই দেশের মানুষ বাড়ি ফিরবে। আমাদের কর্মসূচি বন্ধ করে, গায়েবি মামলা দিয়ে, গ্রেপ্তার, গুম, খুন করে, মিথ্যা মামলায় শাস্তি দিয়ে জেলে পাঠিয়ে রক্ষা হবে না। সম্পূর্ণ অধিকার ফিরে না পাওয়া পর্যন্ত কেউ বাড়ি ফিরবে না।’
সাংবাদিকদের আমীর খসরু বলেন, ইউরোপীয় ইউনিয়নের ২৭টি দেশ পর্যবেক্ষক পাঠাবে না। কারণ বাংলাদেশে নির্বাচনের কোনো পরিবেশ নেই। এর অর্থ হচ্ছে নিরপেক্ষ সরকার ব্যতীত বাংলাদেশে কোনো নির্বাচন হবে না। প্রত্যেক দিন নাটক করে তারা জনগণকে দেখাতে চায় তারা বিপদ কাটিয়ে উঠেছে। এর আগে ভৈরব উপজেলায় সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে রোডমার্চ কর্মসূচি উদ্বোধন করেন দলটির ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা এ জেড এম জাহিদ হোসেন এবং স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় ও আমীর খসরু মাহমুদ চৌধুরী।
এই কর্মসূচি সফল করতে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির নেতাকর্মীদের মধ্যে উৎসব আমেজ বিরাজ করছে। সকাল থেকেই হাজার হাজার দলীয় নেতাকর্মী ব্যানার, প্লাকার্ড, ফেষ্টন নিয়ে ঢাকা-সিলেট মহাসড়কের আশুগঞ্জ থেকে সাতবর্গ পর্যন্ত বিভিন্ন স্পটে জড়ো হয়। বিএনপির নেতাকর্মীদের সঙ্গে সাধারণ মানুষও এতে অংশ নেয়।