কৃষিবিদ ডা. আব্দুর রহমানের তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ
কৃষিবিদ ডা. আব্দুর রহমানের তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ শনিবার (২২ সেপ্টেম্বর)। এ উপলক্ষে তার নিজ জেলা মাদারীপুরে কোরআন খতম ও বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
কৃষিবিদ ডা. আব্দুর রহমান প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সাবেক প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ছিলেন। এছাড়া বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতি মাদারীপুর জেলা শাখার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ছিলেন তিনি।
কৃষিবিদ ডা. আব্দুর রহমান ২০২০ সালের এই দিনে মাদারীপুরের কলেজ রোডের নিজ বাসভবনে শেষ নিশ্বাস ত্যাগ করেন। তিনি চার ছেলে ও পাঁচ মেয়ে এবং বহু গুণগ্রাহী রেখে গেছেন।
সাবেক তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদে কৃষিবিদ ডা. আব্দুর রহমান ‘সাদা মনের মানুষ’ নির্বাচিত হয়েছিলেন। তিনি মাদারীপুর প্রেসক্লাব ও মাদারীপুর জেলা সাংবাদিক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক সাংবাদিক এম আর মুর্তজার বাবা। এনটিভি ও দৈনিক খোলা কাগজ পত্রিকার মাদারীপুর জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছেন এম আর মুর্তজা।
মৃত্যুবার্ষিকী উপলক্ষে কৃষিবিদ ডা. আব্দুর রহমানের রুহের মাগফিরাত কামনা করে দোয়া চেয়েছেন তার পরিবারের সদস্যরা।