খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার বিষয়টি আদালতের : স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা নিয়ে আইনগত জটিলতা রয়েছে। এটা আদালতের বিষয়। আদালতের অনুমতি ছাড়া তাঁকে বিদেশে নেওয়ার অনুমতি দেওয়া সম্ভব নয়।
আজ রোববার (২৪ সেপ্টেম্বর) সচিবালয়ে নিজ দপ্তরে এক ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বেগম খালেদা জিয়ার সাজা স্থগিত করে মুক্তির মেয়াদ পর্যায়ক্রমে বাড়ানো হচ্ছে। তবে, বিদেশে চিকিৎসার জন্য কোনো আবেদন তার পরিবারের পক্ষ থেকে করা হয়নি। তাছাড়া তাঁর বিদেশে চিকিৎসার বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়েরও করার কিছু নেই। এটা সম্পূর্ণই আদালতের বিষয়।
গুরুতর অসুস্থ বেগম খালেদা জিয়া বর্তমানে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছেন।