যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞা নিয়ে ‘আমাদের বলার কিছু নেই’ : স্বরাষ্ট্রমন্ত্রী
বাংলাদেশের কিছু নাগরিকের ওপর মার্কিন যুক্তরাষ্ট্রের আরোপিত ভিসা নিষেধাজ্ঞার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘যুক্তরাষ্ট্র এখন পর্যন্ত কাদের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ করেছে, সেটা আমরা জানি না। সুতরাং, সেখানে আমার মন্তব্য করার এখতিয়ার নেই। আর ভিসা নীতি তাদের ব্যাপার। যুক্তরাষ্ট্র তাদের দেশে কাকে যেতে দেবে, কাকে দেবে না, এটি তাদের একান্তই নিজস্ব বিষয়। এ বিষয়ে আমাদের কিছু বলার নেই।’
আজ রোববার (২৪ সেপ্টেম্বর) সচিবালয়ে নিজ দপ্তরে আয়োজিত এক ব্রিফিংয়ে সাংবাদিকের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন। এসময় তিনি সমসাময়িক বিভিন্ন বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন।
যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে অপর এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ভিসা নীতি তারা (যুক্তরাষ্ট্র) ঘোষণা করেছেন, আমরা শুনেছি। আমাদেরকে চিঠির মাধ্যমে তারা জানায়নি। কাজেই আমরা যেটি শুনেছি, সেটিই জানি, আপনারা যেটুকু শুনেছেন।’
গত শুক্রবার (২২ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্র বাংলাদেশি নাগরিকদের বিষয়ে ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা করে। এতে বাংলাদেশের গণতন্ত্র ও নির্বাচনে বাধা প্রদান ও হস্তক্ষেপ করার কারণে সরকারি দল, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, বিচারক ও বিরোধী রাজনৈতিক দলের নেতাসহ সাত ক্যাটাগরির লোকের ওপর যুক্তরাষ্ট্রে প্রবেশ নিষিদ্ধ করে ভিসা নিষেধাজ্ঞা আরোপ করে বাইডেন প্রশাসন।
আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের এ তালিকায় অন্তর্ভুক্ত করার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা হলে মন্ত্রী বলেন, ‘আমার কাছে সেই ধরনের কোনো তালিকা আসেনি, কোনো পত্র আসেনি, যেখানে আইনশৃঙ্খলা বাহিনীর নাম রয়েছে। এমন কোনো তালিকা পেলে আমরা দেখব, তাদের বিষয়ে কী করা যায়।’