রূপপুরে জ্বালানি পরিবহণ, ঢাকা-পাবনা মহাসড়কে যান চলাচল বন্ধ
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের তেজস্ক্রিয় জ্বালানির (ইউরেনিয়াম) প্রথম চালান পরিবহণের স্বার্থে আজ শুক্রবার (২৯ সেপ্টেম্বর) বিকেল ৪টা পর্যন্ত ঢাকা-পাবনা-ঈশ্বরদী মহাসড়কে যান চলাচল নিষিদ্ধ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাশিয়ার একটি উড়োজাহাজে করে এই জ্বালানি ঢাকায় আনা হয়েছে।
প্রকল্প সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিমানবন্দরে জ্বালানি খালাসের পর আন্তর্জাতিক গাইডলাইন অনুসরণ করে বিশেষ নিরাপত্তায় রূপপুরে প্রকল্প এলাকায় তেজস্ক্রিয় জ্বালানি ইউরেনিয়াম নিয়ে যাওয়া হবে এবং সেখানে সংরক্ষণ করা হবে। এজন্য ঢাকা-পাবনা-ঈশ্বরদী মহাসড়কে সব ধরনের যান চলাচল নিষিদ্ধ করা হয়েছে। বিকেল ৪টা পর্যন্ত এই নিষেধাজ্ঞা বহাল থাকবে।
পাবনার পুলিশ সুপার (এসপি) মো. আকবর আলী মুন্সী বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘রূপপুরে তেজস্ক্রিয় জ্বালানি পরিবহণ করতে মহাসড়কে ব্যাপক নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।’
বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ইউনিট-১ এর প্রথম ধাপের তেজস্ক্রিয় জ্বালানি বহনকারী রাশিয়ার উড়োজাহাজ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম সংবাদমাধ্যমকে বলেন, ‘রাশিয়ার উড়োজাহাজটি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি নিয়ে দেড়টার দিকে বিমানবন্দরে অবতরণ করেছে।’
প্রকল্প সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আগামী ৫ অক্টোবর আনুষ্ঠানিকভাবে এই জ্বালানি হস্তান্তর করা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ভার্চুয়ালি ওই অনুষ্ঠানে যোগ দেবেন।
নাম প্রকাশে অনিচ্ছুক রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পের একাধিক কর্মকর্তা জানান, বিশেষ নিরাপত্তা ব্যবস্থায় পারমাণবিক জ্বালানি ঢাকা থেকে ২৭০ কিলোমিটার দূরে রূপপুর প্রকল্প স্থলে নিয়ে যাওয়া হবে।
পাবনার ঈশ্বরদীতে ১২ দশমিক ৬৫ বিলিয়ন ডলার ব্যয়ে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করছে সরকার। বিদ্যুৎকেন্দ্রের দুটি ইউনিটের উৎপাদন ক্ষমতা দুই হাজার ৪০০ মেগাওয়াট। এর মধ্যে প্রথম ইউনিটটি আগামী বছর চালু হওয়ার সম্ভাবনা রয়েছে।