বিদ্যুৎ খাতসহ অনেক খাতে বিনিয়োগে আগ্রহী সৌদি আরব : রাষ্ট্রদূত
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2023/10/03/saudi_aarb_raassttrduut.jpg)
বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ইসা বিন ইউসুফ আল-দুহাইলান বলেছেন, আগামী কয়েক মাসের মধ্যে পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল পরিচালনার জন্য সৌদি কোম্পানি রেড সি গেটের সঙ্গে চুক্তি সই হবে। সৌদির অনেক কোম্পানি বাংলাদেশের বিদ্যুৎ খাতসহ অন্যান্য ক্ষেত্রে বিনিয়োগ করতে আগ্রহী। এ বিষয়ে উভয়পক্ষ কাজ করছে।
আজ মঙ্গলবার (৩ অক্টোবর) সৌদি দূতাবাসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান সৌদি আরবের রাষ্ট্রদূত।
এ সময় রাষ্ট্রদূত সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান আগামী বছর বাংলাদেশ সফর করবেন জানিয়ে বলেন, যুবরাজের ঐতিহাসিক সফরে দুই দেশের মধ্যে বিরাজমান প্রতিবন্ধকতা দূর হবে।
প্রতিদিন গড়ে বাংলাদেশিদের জন্য পাঁচ হাজার ভিসা ইস্যু করছে সৌদি দূতাবাস। এটি ভবিষ্যতে আরও সহজ করার জন্য উভয়পক্ষ কাজ করছে। কিন্তু বাংলাদেশি কর্মীদের ভিসা প্রক্রিয়াকরণের সব ধরনের ব্যয় নিয়োগ কর্তারা বহন করার কথা থাকলেও দালালসহ নানা চক্রের কারণে হয়রানিসহ অর্থের অপচয় হচ্ছে।
রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে এক প্রশ্নের জবাবে আল-দুহাইলান বলেন, রোহিঙ্গা প্রত্যাবাসনে সৌদি আরব বাংলাদেশকে আন্তর্জাতিকভাবে সমর্থন দিয়ে আসছে। আমরাও চাই রোহিঙ্গারা স্বেচ্ছায় প্রত্যাবর্তন করুক।
বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে সৌদি ভলান্টিয়ার প্রোগ্রাম ইবসার উদ্বোধন উপলক্ষ্যে আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হয়, বাংলাদেশে সৌদির পরিচালিত ৫০টি স্কুলে প্রায় ৩০ হাজারের বেশি শিক্ষার্থীকে বিনামূল্যে চক্ষু সেবা দেওয়া হবে।