বিএনপি-জামায়াতের বিষয়ে সবাইকে সজাগ থাকার আহ্বান শিক্ষামন্ত্রীর
বিএনপি-জামায়াত সাম্প্রদায়িক অপশক্তি, যারা স্বাধীনতাবিরোধী তারা যেন কোনো ভাবেই দুর্গাপূজা ও নির্বাচনকে কেন্দ্র করে কোনো ধরনের সংকট, সহিংসতা এবং দেশকে যাতে অস্থিতিশীল করতে না পারে, যে জন্য আমাদের সবাইকে সজাগ থাকবে হবে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। আজ শুক্রবার (৬ অক্টোবর) দুপুরে চাঁদপুরে জেলা আনসার-ভিডিপি মাঠে সমাবেশ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি।
শিক্ষামন্ত্রী বলেন, স্বাধীনতার সময় আনসার-ভিডিপির ভূমিকা ছিল অপরিসীম। যুব সমাজকে কর্ম দক্ষ, নারীর উন্নয়নে কাজ করছে এই বাহিনী। সব সংকটে সামনে থাকে আনসার-ভিডিপির সদস্যরা। প্রতিটি গ্রামে ৩২ জন নারী ও ৩২ জন পুরুষ রয়েছেন। সামাজিক সব বিষয়ে সক্রিয় ভূমিকা পালন করছেন তাঁরা। প্রশিক্ষিত ৬৪ জন সদস্য দিয়ে গুজব ঠেকানো সম্ভব।
সমাবেশে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পরিচালক মোহাম্মদ আমিন উদ্দিন বলেন, এবার জাতীয় নির্বাচনে ছয় লাখ আনসার সদস্য নিয়োজিত থাকবে। প্রতি কেন্দ্রে ১২ জন সদস্য দায়িত্ব পালন করবে। এ ছাড়া পূজাসহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ কাজে দায়িত্ব পালন করতে হচ্ছে আনসার-ভিডিপির সদস্যদের। সেই তুলনায় তাদের ভাতা বৃদ্ধি করা এখন সময়ের দাবি।
অনুষ্ঠান শেষে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সমাবেশে বাহিনীর সদস্যদের ১৬টি সাইকেল ও একটি সেলাই মেশিন তুলে দেন শিক্ষামন্ত্রী।
এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কামরুল হাসান, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পরিচালক মোহাম্মদ আমিন উদ্দিন, পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, লক্ষ্মীপুর জেলা কমান্ড্যান্ট রোকসানা বেগম, কুমিল্লা রেঞ্জের কমান্ড্যান্ট মোহাম্মদ আবদুল আউয়াল ও চাঁদপুর জেলা কমান্ড্যান্ট উজ্জ্বল কুমার পাল।