যুক্তরাষ্ট্র প্রথম স্যাংশন দিয়েছিল তারেক রহমানকে, দাবি হানিফের
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বিএনপির উদ্দেশে বলেছেন, ‘ভিসা নীতি নিয়ে কথা বলার আগে আপনাদের একটু লজ্জিত হওয়ার দরকার ছিল। কারণ, আপনাদের নেতা তারেক রহমান, যাকে নিয়ে আপনারা এত বড়াই করছেন, সে-ই তো বাংলাদেশে প্রথম স্যাংশনের শিকার হয়েছে। তাকেই আমেরিকা ২০০৮ সালে সন্ত্রাসী হিসেবে প্রথম স্যাংশন দিয়েছিল।’
চট্টগ্রামের মিরসরাইয়ে বারইয়ারহাট পৌর এলাকার হাইওয়ে চত্বরে আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশে গতকাল শুক্রবার (৬ অক্টোবর) বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা বলেন হানিফ।
বিএনপির রোড মার্চ কর্মসূচি ও মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আল্টিমেটামের সমালোচনা করে আওয়ামী লীগের এই যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, ‘বিএনপির তথাকথিত রোডমার্চ শেষ, এখন ১৮ অক্টোবরের আল্টিমেটাম। কথায় কথায় আল্টিমেটাম, আল্টিমেটামের কোনো শেষ নেই। বিএনপির মির্জা ফখরুলকে বলি, আল্টিমেটাম দেওয়ার আগে একটু লজ্জার বিষয়টা ভেবে নেবেন। আপনারা অবশ্য লজ্জা পান না, আপনাদের লজ্জা নেই। সেই আল্টিমেটাম শুরু হয়েছিল ২০১৩ সাল থেকে। একদিকে খালেদা জিয়ার মামলার ট্রায়াল চলছিল, অন্যদিকে বিএনপি এতিমের টাকার লোভ যে সামলাতে পারে না, তাদের সেই তথাকথিত নেত্রীকে মামলা থেকে বাঁচাতে সারা দেশে জ্বালাও-পোড়াও শুরু করেছিল। আজ ২০২৩ সাল এখনও তাদের সেই আল্টিমেটামের শেষ হলো না।’
বিএনপি সমালোচনা করে মাহবুবউল আলম হানিফ বলেন, ‘তারা বলে জনগণ আর এ সরকারকে চায় না। তাহলে কাকে চায়? আপনাদের চায়? আপনারা কারা? আপনাদের নেত্রী এতিমের টাকার লোভ সামলাতে না পেরে আদালত কর্তৃক দণ্ডপ্রাপ্ত হয়েছেন। আরেক নেতা, আপনাদের মহান নেতা তারেক রহমান, যাকে চুরি, মানি লন্ডারিং, অর্থ আত্মসাতের মামলায় শুধু যাবজ্জীবন দণ্ড নয়, সুদূর সিঙ্গাপুরের আদালতও তাকে দণ্ড দিয়েছে।’
আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘মির্জা ফখরুল আপনি কার সন্তান, আমরা জানি। আপনি চোখা রাজাকারের সন্তান। আপনি ও আপনার পরিবার কী, তা আপনার এলাকার মানুষও জানে।’
বৃহস্পতিবার (৫ অক্টোবর) মিরসরাইয়ে বিএনপির রোড মার্চ কর্মসূচিতে দেওয়া বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীর বক্তব্যের সমালোচনা করে মাহবুবউল আলম হানিফ বলেন, ‘গতকাল (বৃহস্পতিবার) আপনাদের মিরসরাইয়ে চট্টগ্রামে বাড়ি এমন একজন বিএনপিনেতা মুক্তিযুদ্ধের কথা বলে বক্তব্য দিয়েছেন।’ তিনি বলেছেন, আমরা আবার মুক্তিযুদ্ধ শুরু করেছি। তাদের মুখে মুক্তিযুদ্ধ শব্দটা মানায় না। তারা রাজাকারের শাবক, তারা রাজাকারের বংশধর। তাদের মুখে এমন বক্তব্য মানায় না।’
২০০১ পরবর্তী বিএনপি সরকারের সমালোচনা করে হানিফ বলেন, ‘বিএনপির সময়ে কয়েকটি অর্জন ছিল। তার মধ্যে একটি, পাঁচ পাঁচবার দুর্নীতিতে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছিল। আরেকটি অর্জন ছিল, এ রাষ্ট্রকে জঙ্গিবাদী রাষ্ট্র হিসেবে বিশ্ব দরবারে তুলে ধরা। একযোগে বাংলাদেশের ৬৪ জেলায় সিরিজ বোমা হামলা চালিয়ে আপনারা দেশকে বিশ্ব দরবারে জঙ্গি রাষ্ট্র হিসেবে তুলে ধরেছিলেন।’
সমাবেশে মিরসরাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরীর সভাপতিত্ব করেন। সাধারণ সম্পাদক এ কে এম জাহাঙ্গীর ভূঁইয়ার সঞ্চালনায় এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি এম এ সালাম, সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমান, সংরক্ষিত আসনের সংসদ সদস্য খাদিজাতুল আনোয়ার সনি, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য মাহবুবুর রহমান রুহেল, বারইয়ারহাট পৌরসভার মেয়র রেজাউল করিম খোকন, চট্টগ্রাম উত্তর জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন দিদার, উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি তানভীর হোসেন চৌধুরী তপু, উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এরাদুল হক নিজামী ভুট্টু। এ সময় উপস্থিত ছিলেন সীতাকুণ্ড আসনের সংসদ সদস্য দিদারুল আলম, মিরসরাই উপজেলা চেয়ারম্যান মো. জসিমউদ্দিন, সীতাকুণ্ড উপজেলা চেয়ারম্যান এস এম আল মামুনসহ আরও অনেকে।