বিচার বিভাগকে যেন রাজনীতিকরণ করা না হয় : প্রধান বিচারপতি
দেশের বিচার বিভাগ ও বিচারালয়কে যেন কোনোভাবে রাজনীতিকরণ না করার আহ্বান জানিয়েছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান।
আজ রোববার (৮ অক্টোবর) আপিল বিভাগের আদালত কক্ষে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ও অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়ার সময় এ কথা বলেন প্রধান বিচারপতি।
সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারপতি, প্রধান বিচারপতির পরিবারের সদস্য ও আইনজীবীদের উপস্থিততে প্রধান বিচারপতি ওবায়দুল হাসান বলেন, ‘আমি চাইব বিচার বিভাগ ও বিচারালয়কে যেন কোনভাবে রাজনীতিকরণ করা না হয়। এখানে বিচারক ও বিজ্ঞ আইনজীবীদের সম্মিলিত ও মেধাপুষ্ট দায়িত্ব পালনের মাধ্যমেই কেবল সুবিচারের লক্ষ্য অর্জিত হতে পারে এবং তবেই বিচার বিভাগের মর্যাদা অক্ষুণ্ণ থাকবে।’
মামলাজট ও বিলম্বিত বিচার প্রক্রিয়া প্রসঙ্গে প্রধান বিচারপতি বলেন, ‘মামলা জট ও বিলম্বিত বিচার প্রকারান্তরে সুবিচারের ধারণাকে বিনষ্ট করে। কীভাবে এটি থেকে বিচার বিভাগকে মুক্ত করা যায়, সেই কার্যকর পথ ও প্রক্রিয়া বের করতে হবে।’
দুর্নীতিমুক্ত বিচার ব্যবস্থার প্রত্যাশা ব্যক্ত করে প্রধান বিচারপতি ওবায়দুল হাসান বলেন, ‘সংবিধানের প্রতি লক্ষ্য রেখে বিচার প্রশাসনকে রাখতে হবে স্বচ্ছ, দুর্নীতিমুক্ত, স্বাধীন এবং সোশ্যাল জাস্টিস তত্ত্বের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। একটি দুর্নীতিমুক্ত বিচার ব্যবস্থা দেশ ও জাতির জন্য গর্বের। আমার দায়িত্ব পালনকালে সতীর্থ বিজ্ঞ বিচারক এবং আইনজীবীদের সুচিন্তিত পথ ধরে একটি দুর্নীতিমুক্ত বিচার ব্যবস্থা নিশ্চিত করতে সর্বোচ্চ চেষ্টা করে যাব।’
দেশের ২৪তম প্রধান বিচারপতি ওবায়দুল হাসান গত ২৬ সেপ্টেম্বর শপথ নিয়েছেন। ওইদিন বেলা ১১টায় বঙ্গভবনের দরবার হলে ওবায়দুল হাসানকে শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এর আগে ১২ সেপ্টেম্বর বিচারপতি ওবায়দুল হাসানকে দেশের ২৪তম প্রধান বিচারপতি নিয়োগ দেন রাষ্ট্রপতি।