জেলে যাব, কোনো চাপে নতি স্বীকার করব না : কৃষিমন্ত্রী
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2023/10/12/tangail_news_pic.jpg)
কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, ‘আওয়ামী লীগের নেতাকর্মীরা জেল জুলুম দেখে ভয় পায় না। প্রয়োজনে আমরা জেলে যাব। কোনো চাপের মুখে নতি স্বীকার করব না।’
আজ বৃহস্পতিবার (১২ অক্টোবর) দুপুরে টাঙ্গাইল সার্কিট হাউসে জেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিতসভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন কৃষিমন্ত্রী।
কৃষিমন্ত্রী বলেন, ‘কেউ বাংলাদেশকে তাদের স্বার্থে ব্যবহার করতে পারবে না। যত রকম স্যাংশন দেওয়া হোক, জেল জুলুমের ভয় দেখানো হোক—আওয়ামী লীগের নেতাকর্মীরা জেল জুলুমকে ভয় পায় না।’
কৃষিমন্ত্রী আরও বলেন, ‘পৃথিবীর কোথায় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নেই। বিএনপি চায় আগামী নির্বাচনে বিজয়ের নিশ্চয়তা দেওয়া হোক। তা কোনোদিন সম্ভব না। বিএনপি যত বড় দল হোক। আন্দোলনে ব্যর্থ হয়ে নেতাকর্মীরা হতাশ হয়ে দিশেহারা হয়ে যাবে।’
দেশে ডিম আমদানির সুযোগ দেওয়া হয়েছে জানিয়ে কৃষিমন্ত্রী বলেন, ‘কেউ যদি আমদানি না করে আমরা কী করব।’
এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য জোয়াহেরুল ইসলাম জোয়াহের, সংসদ সদস্য ছানোয়ার হোসেন, সাবেক সংসদ সদস্য তারানা হালিম, তানভীর হাসান ছোট মনির, আহসানুল ইসলাম টিটু প্রমুখ।