ফ্রিতে ‘মুজিব’ সিনেমা দেখে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা
সুনামগঞ্জে ‘মুজিব : একটি জাতির রূপকার’ সিনেমাটি দেখানো হচ্ছে বিনা টিকিটে। আজ শুক্রবার (১৩ অক্টোবর) থেকে সাত দিনব্যাপী তিনবার করে রাখা হয়েছে ফ্রিতে দেখার এই সুযোগ। এমন উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। এতে উচ্ছ্বসিত ও মুগ্ধ দর্শক ও শিক্ষার্থীরা।
জেলা শিল্পকলা একাডেমির হাছন রাজা মিলনায়তনে সিনেমার প্রথম প্রদর্শনীর উদ্বোধন করেন জেলা প্রশাসক দিদারের আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী।
সুনামগঞ্জ সরকারি এসসি বালিকা উচ্চ বিদ্যালয়ের ১০ম ছাত্রী অনিন্দিতা ভট্টাচার্য জানায়, এর আগে বইতে পড়েছি আজকে সামনাসামনি সিনেমায় দেখলাম, মনে হচ্ছিল আমরা নিজেরাও ১৯৭১ সালে চলে গেছি এবং আমাদের সামনে সব ঘটছিল।
সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী প্রজ্জ্বল চৌধুরী জানায়, ‘বঙ্গবন্ধুরকে নিয়ে অনেক অনেক জানার ছিল। আজকে সিনেমা দেখার মাধ্যমে আরও অনেক কিছু জেনেছি। মহান একজন ব্যক্তি সম্পর্কে জানলাম যিনি দেশের জন্য পরিবার ও নিজের সুখ-শান্তি ত্যাগ করেছেন।’
সিনেমা শুরুর আগে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য দেন জেলা প্রশাসক দিদারের আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী, পৌর মেয়র নাদের বখত, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নোমান বখ্ত পলিন, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামসুল আবেদীন, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মঞ্জুর খন্দকার ও জেলা কালচারাল অফিসার আহমেদ মঞ্জরুল হক চৌধুরী পাভেল।
এ সময় জেলা প্রশাসক জানান, সুনামগঞ্জে কোনো প্রেক্ষাগৃহ নেই। তাই কীভাবে এই জেলার মানুষকে জাতির জনকের সিনেমাটি দেখানো যায় তা নিয়ে পৌরসভা, জেলা পরিষদ ও আওয়ামী লীগের নেতাদের সঙ্গে আলোচনা করি যাতে সুনামগঞ্জের মানুষকে সিনেমাটি বিনামূল্যে দেখানো যায় এবং বর্তমান প্রজন্ম ও সাধারণ মানুষকে জাতির জনকের সঠিক ইতিহাস জানানো যায়।