ময়মনসিংহে ঢাকাগামী ট্রেন আটকে বিক্ষোভ বাকৃবি শিক্ষার্থীদের

পিএসসির সংস্কার ও প্রশ্নফাঁসের সাথে জড়িতদের শাস্তির দাবিতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আব্দুল জব্বার মোড়ে ময়মনসিংহ-ঢাকাগামী অগ্নিবীণা ট্রেন আটকে আন্দোলন করছেন। আজ শনিবার (২৬ এপ্রিল) রাত পৌনে নয়টার দিকে ট্রেন অবরোধ করেন শিক্ষার্থীরা।
অবরোধকৃত ট্রেনের পাওয়ার কারে উঠে বিক্ষোভকারী শিক্ষার্থীরা “এই মুহূর্তে দরকার বিএনপির সরকার”বলে স্লোগান দেন। আটকাপড়া ট্রেনের নারী-শিশু-বৃদ্ধসহ সবযাত্রীরা অসহনীয় গরমে কষ্ট পাচ্ছেন।
এ বিষয়ে ময়মনসিংহ জংশন স্টেশন সুপার নাজমুল হক খান বলেন, ঢাকার দিকে যাত্রাকালে ময়মনসিংহ-ঢাকাগামী অগ্নিবীণা ট্রেন আটকে দিয়ে বাকৃবি শিক্ষার্থীরা জব্বারের মোড়ে রেললাইন অবরোধ করে বিক্ষোভ করছেন। ঘটনাস্থলে জিআরপি পুলিশ ও নিরাপত্তা বাহিনীর সদস্যদের পাঠানো হয়েছে। আশা করছি অল্প সময়ের মধ্যে শিক্ষার্থীরা অবরোধ তুলে নিলে ট্রেন চলাচল স্বাভাবিক হবে।
এদিকে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ওসি মোহাম্মদ শফিকুল ইসলাম খান বলেন, খোঁজ নিচ্ছি। যাতে ট্রেন চলাচল স্বাভাবিক হয় সেই ব্যবস্থা নেওয়া হচ্ছে।