পুলিশের ওয়াকিটকি, পোশাকসহ তিনজন গ্রেপ্তার
পুলিশের ওয়াকিটকিসহ তিনজনকে গ্রেপ্তার করেছে ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশ। গতকাল শুক্রবার (১৩ অক্টোবর) রাতভর ঢাকাসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। সেইসঙ্গে চার লাখ ৭০ হাজার টাকা, ডাকাতি কাজে ব্যবহৃত প্রাইভেটকার, ডিবির পোশাক, হাতকড়াও জব্দ করা হয়। আজ শনিবার দুপুরে ময়মনসিংহ পুলিশ সুপার মো. মাছুম আহমেদ ভূঞা সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।
গ্রেপ্তার তিনজন হলেন—সিরাজগঞ্জের মো. আনোয়ার হোসেন, রাজবাড়ীর লিটন কাজী ওরফে দেলোয়ার কাজী, গোপালগঞ্জের মো. রুবেল মিয়া।
পুলিশ সুপার জানান, ৮ অক্টোবর দুপুরে গফরগাঁওয়ের ব্যবসায়ী সাদ্দাম হোসেন ভালুকা ইসলামি ব্যাংক পিএলসি শাখা থেকে ১৬ লাখ টাকা তুলে সিএনজিচালিত অটোরিকশায় গফরগাঁও আসছিলেন। শান্তিগঞ্জ পৌঁছালে ডাকাতদল ব্যারিকেড দিয়ে টাকার ব্যাগসহ সাদ্দামকে তুলে নিয়ে যায়। পরে গাজীপুরের কালিয়াকৈর এলাকায় সাদ্দামকে রাস্তায় ফেলে টাকা ও দুটি মোবাইল নিয়ে চলে যায়। এ ঘটনায় আরও অনেকে জড়িত বলে জানিয়েছে গ্রেপ্তারকৃতরা।
পুলিশ সুপার আরও জানান, ঘটনায় জড়িত বাকি ডাকাতদের গ্রেপ্তার ও লুণ্ঠিত সব টাকা উদ্ধারে অভিযান অব্যাহত আছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার রায়হানুল ইসলাম (প্রশাসন), ফাল্গুনী নন্দী (জেলা বিশেষ শাখা) শামীম হোসেন (ক্রাইম) শাহিনুল ইসলাম ফকির (সদর সার্কেল) ও জেলা গোয়েন্দা পুলিশের ওসি ফারুক হোসেন।