উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে অভিযান, অস্ত্রসহ ৪ আরসা সদস্য গ্রেপ্তার
কক্সবাজারের উখিয়া জামতলী রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরসার চারজন সদস্যকে গ্রেপ্তার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন-এপিবিএন পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতে উখিয়ার ১৫ নম্বর জামতলী ক্যাম্পের ই ব্লকে এই অভিযান চালানো হয়।
আজ শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে উখিয়া ৮ এপিবিএন পুলিশের হেডকোয়ার্টারে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে অধিনায়ক ও অতিরিক্ত ডিআইজি মো. আমির জাফর জানান, এপিবিএন পুলিশের গোয়েন্দা ইউনিট গোপন সংবাদে জানতে পারে আরসার একটি সন্ত্রাসী গ্রুপ জামতলী ক্যাম্পে নাশকতার পরিকল্পনা করার জন্য গোপনে জমায়েত হয়েছে। এই তথ্যের ভিত্তিতে এপিবিএন পুলিশের একাধিক টিম গতকাল রাতে জামতলী ক্যাম্পের ই ব্লকে অভিযান চালায়। আরসার সদস্যরা পালিয়ে যাওয়ার সময় চারজন সন্ত্রাসীকে গ্রেপ্তার করতে সক্ষম হয় এপিবিএন।
ব্রিফিংয়ে মো. আমির জাফর জানান, রাতে গ্রেপ্তার হওয়া আরসা সন্ত্রাসীদের আস্তানায় তল্লাশি চালিয়ে ছয়টি দেশি আগ্নেয়াস্ত্র, ৪৮ রাউন্ড গুলি, হ্যান্ড গ্রেনেড ও অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়। তিনি বলেন, ‘মিয়ানমারের রাখাইনের আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি-আরসার সন্ত্রাসী গ্রুপের সদস্যরা ক্যাম্পে বড়ো ধরনের নাশকতা ও অস্থিরতা সৃষ্টির পরিকল্পনা করছিল।’