শিক্ষা ক্যাডারদের সঙ্গে আলোচনায় বসছেন শিক্ষামন্ত্রী
সাধারণ শিক্ষা সমিতির ডাকে দেশে দফায় দফায় চলছে বিসিএস শিক্ষা ক্যাডারদের কর্মবিরতি। এতে ভুক্তভোগী হচ্ছেন শিক্ষার্থীরা। এমন এক অবস্থায় সমিতির নেতাদের সঙ্গে আলেচনা করতে বসতে চেয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। আজ শনিবার (১৪ অক্টোবর) রাত সাড়ে ৮টায় তার বাসভবনে (হেয়ার রোড) আলোচনায় বসার কথা তার।
শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের জনসংযোগ কর্মকর্তা মো. জাহিদ হোসেন খান সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।
আন্তক্যাডার বৈষম্য নিরসন, সুপার নিউমারারি পদে পদোন্নতি, অধ্যাপক পদ তৃতীয় গ্রেডে উন্নীত করাসহ বিভিন্ন দাবিতে ১০ অক্টোবর থেকে কর্মবিরতি পালন করছেন শিক্ষা ক্যাডারের কর্মকর্তারা। কর্মবিরতির সময় ক্লাস, অভ্যন্তরীণ পরীক্ষা, শিক্ষা বোর্ড ও বিশ্ববিদ্যালয়গুলোর অধীনে ভর্তি, ফরম পূরণ, সব ধরনের পরীক্ষা, প্রশিক্ষণ, কর্মশালা ও দাপ্তরিক সব কর্মকাণ্ড থেকে বিরত থাকছেন তারা।
এর আগে, গত ২ অক্টোবর কর্মস্থলে উপস্থিত থেকে কাজে অংশ না নিয়ে কর্মবিরতি পালন করেন শিক্ষা ক্যাডারের এসব কর্মকর্তা।
৯ অক্টোবর বিসিএস সাধারণ শিক্ষা সমিতির এক বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের সব সরকারি কলেজ, সরকারি আলিয়া মাদ্রাসা, সরকারি টিটি কলেজ, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর, সকল শিক্ষা বোর্ড, এনসিটিবি, নায়েম, ব্যানবেইসসহ শিক্ষা সংশ্লিষ্ট সকল দপ্তর ও অধিদপ্তরে কর্মরত শিক্ষা ক্যাডারের কর্মকর্তারা সর্বাত্মক এ কর্মবিরতি পালন করবেন।