মিরপুরে ছুরিকাঘাতে স্বেচ্ছাসেবক লীগকর্মী নিহত
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2023/10/12/dmc_3.jpg)
রাজধানীর মিরপুরের মাজার রোডে দুর্বৃত্তের ছুরিকাঘাতে স্বেচ্ছাসেবক লীগকর্মী নিহত হয়েছেন। গতকাল শনিবার (১৪ অক্টোবর) দিনগত রাত পৌনে ১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
আজ রোববার (১৫ অক্টোবর) সকালে ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া এনটিভি অনলাইনকে এ তথ্য নিশ্চিত করেছেন।
বাচ্চু মিয়া বলেন, ‘নিহত স্বেচ্ছাসেবক লীগকর্মীর নাম মো. শাহ্ আলম। তিনি বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আলীর সন্তান। মাজার রোড এলাকায় শাহ্ আলমকে ছুরিকাঘাত করা হয়। রাত সাড়ে ৯টার দিকে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। রাত পৌনে ১টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’
‘শাহ আলম স্বেচ্ছাসেবক লীগের একজন কর্মী’ উল্লেখ করে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া মো. হৃদয় গণমাধ্যমকে বলেন, ‘মিরপুর-১ নম্বরে তার বাসা। রাতে দারুস সালাম থানা থেকে বাসায় ফেরার পথে মাজার রোড এলাকায় অজ্ঞাত কয়েকজন যুবক শাহ আলমকে ছুরিকাঘাত করে। পরে রক্তাক্ত অবস্থায় রাস্তা থেকে তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতাল নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হলে দ্রুত ঢামেকে নিয়ে আসা হয়।’