রুহুল কদ্দুস তালুকদার দুলুর বাসায় মির্জা ফখরুল
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2023/10/20/mirjaa-phkhrul_0.jpg)
বিএনপি সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রুহুল কদ্দুস তালুকদার দুলুর গুলশানের বাসায় দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি : বিএনপি মিডিয়া সেল
বিএনপি সাংগঠনিক সম্পাদক ও সাবেক ভূমি উপমন্ত্রী অ্যাডভোকেট রুহুল কদ্দুস তালুকদার দুলুর পরিবারের সদস্যদের খোঁজখবর নিতে তার বাসায় যান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ শুক্রবার (২০ অক্টোবর) সন্ধ্যা ৭টায় গুলশানের বাসায় গিয়ে তিনি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে দুলুর সহধর্মিণী সাবিনা ইয়াসমিন ছবিকে সান্ত্বনা দেন।
বিষয়টি এনটিভি অনলাইনকে নিশ্চিত করেছেন বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
গত ১৮ অক্টোবর রাতে নিজ বাসা থেকে গ্রেপ্তার হন দুলু। নাশকতার মামলায় বর্তমানে কারাগারে রয়েছেন তিনি।