বাংলার মানুষ বিএনপিকে প্রত্যাখ্যান করেছে : কাজী নাবিল
যশোর-৩ আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ বলেছেন, বাংলার মানুষ বিএনপিকে প্রত্যাখ্যান করেছে। তিনি বলেন, মানুষের ভাগ্য পরিবর্তনে ভূমিকা রাখতে না পারায় জনগণ তাদের সঙ্গে নেই। আজ শনিবার (২১ অক্টোবর) বিকেলে যশোর টাউন হল মাঠে সমাবেশের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ ও অভিনন্দন জানান সদর উপজেলার উপকারভোগীরা। সেখানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে এ সমাবেশের আয়োজন করা হয়।
যশোর সদর উপজেলা নির্বাহী অফিসার অনুপ দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে কাজী নাবিল আহমেদ বলেন, ‘বিএনপি দেশের মানুষের ভাগ্য পরিবর্তনে কোনো ভূমিকা রাখতে পারেনি। তারা গ্রেনেড ও সিরিজ বোমা হামলা উপহার দিয়েছিল। সে কারণে বাংলার মানুষ তাদের প্রত্যাখ্যান করেছে।’
নাবিল বলেন, ‘বাংলার মানুষের আস্থা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর। একমাত্র তিনিই পারবেন দেশকে এগিয়ে নিতে। কাজী নাবিল আহমেদ বলেন, সরকারের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র হচ্ছে। এসব ষড়যন্ত্র রুখে দিতে হবে। কারন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবকিছু হারিয়েও এ দেশের মানুষের পাশে দাঁড়িয়েছেন। উপকারভোগী যারা তারা উন্নয়নযাত্রা অব্যাহত রাখতে শেখ হাসিনাকে আরও একবার দেশ পরিচালনার সুযোগ দেবে।’
সমাবেশে আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাসান মজুমদার, পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার, যশোর পৌরসভার মেয়র হায়দার গণি খান পলাশ, যশোর সদর উপজেলা চেয়ারম্যান মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী প্রমুখ।