দুটি দল শুধু পূজা-নির্বাচনের সময় সংখ্যালঘুদের নিয়ে চিন্তা করে : জি এম কাদের
নির্বাচন ও পূজার মৌসুম এলেই সংখ্যালঘুদের নিরাপত্তার ধোঁয়া তুলে দুটি দল রাজনীতি করে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জি এম) কাদের। তিনি দাবি করেন, অন্য সময়ে তারা (প্রধান দুই দল আওয়ামী লীগ ও বিএনপি) সংখ্যালঘুদের আতঙ্কিত করে রাখে।
রোববার (২২ অক্টোবর) সন্ধ্যায় ঢাকেশ্বরী মন্দিরে দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন শেষে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন জি এম কাদের।
জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, ‘সংখ্যালঘুদের ভয়-ভীতি দেখিয়ে তাদের হাতের মুঠোয় রাখার নোংরা রাজনীতি চলছে।’
জি এম কাদের বলেন, ‘সম্প্রতি একটি দলের একজন জ্যেষ্ঠ নেতা বলেছেন, একটি দল সংখ্যালঘুদের ওপর হামলা চালাতে পারে। তাই তাদের নেতাকর্মীরা সংখ্যালঘুদের বাড়িঘর ও উপাসনালয় পাহারা দেবেন। অন্য দলের আরেক জ্যেষ্ঠ নেতা বলেন, একটি দল সংখ্যালঘুদের ওপর হামলা ও সরকারের বিরুদ্ধে মামলা করার ষড়যন্ত্র করছে। এটি সংখ্যালঘুদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে। প্রকৃতপক্ষে, উভয় দলই সংখ্যালঘুদের ভয় দেখাচ্ছে।’
জি এম কাদের আরও বলেন, ‘এ দেশে সংখ্যালঘু বলে কিছু নেই। এ দেশের সবাই বাংলাদেশি। ধর্মের কারণে কেউ যদি তার অধিকার থেকে বঞ্চিত হয়, তাহরে আমরা সেই সমাজকে সভ্য বলতে পারি না।’
এ সময় উপস্থিত ছিলেন দলের চেয়ারম্যানের উপদেষ্টা মনিরুল ইসলাম মিলন, খলিলুর রহমান খলিল, ভাইস চেয়ারম্যান তারেক আদেল, সাংগঠনিক সম্পাদক নির্মল দাস, তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক জহিরুল ইসলাম মিন্টু।