খাগড়াছড়িতে সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় সড়ক দুর্ঘটনায় একজন মারা গেছেন। কলা বোঝাই স্থানীয় নামের চাঁদের গাড়ি ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে আহত হলে তাকে হাসপাতালে নেওয়া হয়ে। সেখানে তার মৃত্যু হয়। এই দুর্ঘটনায় অন্তত সাতজন যাত্রী আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ ও স্থানীয়রা।
আজ মঙ্গলবার (২৪ অক্টোবর) ভোরে মাটিরাঙা উপজেলার ব্যাঙমারায় এ দুর্ঘটনা হয়। নিহতের নাম মো. ইব্রাহিম (৪৫)। নিহত ইব্রাহীম খাগড়াছড়ির ভাইবোনছড়া এলাকার আমির হামজার ছেলে।
পুলিশ জানিয়েছে, আহতদের উদ্ধার করে খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মো. ইব্রাহিমের মৃত্যু হয়।
মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া হতাহতের বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থলে গেছে। অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।