সংসদ সদস্য নদভীকে চেয়ারম্যান পদে নির্বাচনের চ্যালেঞ্জ ইউপি চেয়ারম্যানের
দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়া-লোহাগাড়া আসনের জাতীয় সংসদ সদস্য ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভীকে ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান পদে লড়াতে চ্যালেঞ্জ করা হয়েছে। ‘প্রশাসন ছাড়া মাঠে’ খেলার চ্যালেঞ্জ জানিয়েছেন সাতকানিয়ার পশ্চিম ঢেমশা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রিদুয়ানুল হক সুমন। আজ মঙ্গলবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় নিজের ফেসবুক আইডি থেকে এক ভিডিও বার্তায় এই চ্যালেঞ্জ জানান তিনি।
ভিডিও বার্তায় ইউপি চেয়ারম্যান রিদুয়ানুল হক সুমন বলেছেন, আমি দুই নির্বাচনে আপনাকে বিজয়ী করতে জীবন বাজি রেখে কাজ করেছি। আপনি প্রশাসন ছাড়া আমার সঙ্গে খেলতে আসেন। এমপি পদ ছাড়লে আমার সঙ্গে চেয়ারম্যান নির্বাচন করেন।
সুমন নিজেকে সাতকানিয়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি পদে আছেন বলেও জানান।
ভিডিও বার্তায় সুমন নদভীকে বলেন, ‘আপনাদের অবগতির জন্য বলছি। চট্টগ্রাম-১৫ আসনের এমপি মহোদয় বিগত ২০ তারিখ আমার ইউনিয়নে গিয়ে আমার নামে প্রকাশ্যে কুরুচিপূর্ণ বক্তব্য রেখে ক্ষান্ত হননি। তিনি প্রকাশ্যে বলেন, জামায়াত-শিবিরের শীর্ষ সন্ত্রাসীকে চেয়ারম্যান ঘোষণা করেছে।’
এমপি নদভীর এই বক্তব্যে জনগণের রায়কে অসম্মান এবং প্রধানমন্ত্রীর নির্বাচন প্রক্রিয়া ও স্থানীয় সরকার ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা মন্তব্য করেন সুমন বলেন, ‘আওয়ামী লীগের সভাপতি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আপনাকে মনোনয়ন দিয়েছেন বিধায় এতদিন আপনাকে সম্মান করেছি। বিগত দুই সংসদ নির্বাচনে নৌকার বিজয় সুনিশ্চিত করার জন্য এলাকায় জীবনের ঝুঁকি নিয়ে কাজ করেছি। কিন্তু, এমপি মহোদয়, আমি আপনাকে একটা কথা বলতে চাই, আমি এই চেয়ারম্যানের চেয়ারে উড়ে এসে জুড়ে বসিনি। আমি তৃণমূল থেকে উঠে আসা একজন মুজিব আদর্শের কর্মী এবং সুষ্ঠু নির্বাচনে জনগণের ভোটে নির্বাচিত চেয়ারম্যান আমি। আপনার সাহস থাকলে প্রশাসন ছাড়া আমার ইউনিয়নে আবার আসেন এবং আপনার এমপি পদ চলে গেলে আপনি আমার সঙ্গে চেয়ারম্যান নির্বাচন করেন। দেখি কীভাবে আপনি জিতেন। জনগণের কাছে আপনার অবস্থান কত নিম্ন স্তরে সেটা নির্বাচনের মাধ্যমে প্রমাণ করে দেব ইনশা আল্লাহ।’
এই ইউপি চেয়ারম্যান আরও বলেন, ‘আপনি মাইকে গলাবাজি না করে, মাঠে আসেন। দেখেন কে জেতে। মাইকে গলাবাজি করা, মানুষকে অসম্মান করা, এটা তো ভালো না। মানুষকে সম্মান করতে শিখুন, মানুষকে ভালোবাসতে শিখুন। এতে দল ও আপনার মঙ্গল হবে। আপনি যদি খেলতে চান, তাহলে খেলার মতো খেলেন। খেলা হবে, ইনশা আল্লাহ। আর আমার সঙ্গে চেয়ারম্যান নির্বাচন করেন। ইনশা আল্লাহ, দেখা হবে মাঠে। সবাইকে মুজিবীয় শুভেচ্ছা রইল। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।’
গত শুক্রবার সাতকানিয়ার উপজেলার পশ্চিম ঢেমশা ইউনিয়নের ইছামতি মুহাম্মদিয়া আদর্শ দাখিল মাদ্রাসার ভবন উদ্বোধন করেন সংসদ সদস্য আবু রেজা মুহাম্মদ নেজাম উদ্দিন নদভী। অনুষ্ঠানে তিনি বলেন, ‘এই পশ্চিম ঢেমশার বর্তমান চেয়ারম্যান আমাদের অনেক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দিয়েছে। আমি পুলিশ-প্রশাসনকে সতর্ক করছি।’
নদভীর এ বক্তব্যের বিষয়ে পশ্চিম ঢেমশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুমন গণমাধ্যমকে বলেন, ‘আমি কারও বিরুদ্ধে মামলা করিনি। মামলার বাদীও না। এখানকার লোকজন মামলা করেছে। তাঁরা মামলা করেছে, কারণ তাঁরা বিভিন্ন ঘটনার সম্মুখীন হয়েছে।’
একই বিষয়ে চট্টগ্রামের পুলিশ সুপার (এসপি) এস এম শফিউল্লাহ গণমাধ্যমকে বলেন, ‘কেউ ফৌজদারি অপরাধ করলে সে যেই হোক, তার বিরুদ্ধে পুলিশ ব্যবস্থা নেবে।’