গাছে গাছে সাজবে এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচ
ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচ দিয়ে গাছ লাগানোর পাশাপাশি সবুজায়ন ও গণপরিসর কার্যক্রম পরিচালনা করবে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। এজন্য বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের সঙ্গে ডিএনসিসির একটি সমঝোতা চুক্তি হওয়ার কথা রয়েছে। আর এই সমঝোতা স্মারক প্রস্তুত ও বাস্তবায়ন করতে পাঁচ সদস্যের একটি কমিটিও গঠন করেছে সংস্থাটি।
ঢাকা উত্তর সিটি করপোরেশন আজ বুধবার (২৫ অক্টোবর) সূত্রে এ তথ্য জানা গেছে।
ডিএনসিসির সচিব মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক ইতোমধ্যে পাঁচ সদস্যের কমিটির অনুমোদন দিয়ে একটি অফিস আদেশ জারি করেছেন। তিনি বলেন, ‘ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচ দিয়ে গাছ লাগানো, সবুজায়ন এবং গণপরিসর উন্নয়ন কার্যক্রম পরিচালনা করার জন্য সার্বিক কার্যক্রমের প্রস্তুতি ও বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করবে এই কমিটি।’
পাঁচ সদস্যের এই কমিটির আহ্বায়ক ডিএনিসিসির প্রধান প্রকৌশলী আর সদস্য সচিব করা হয়েছে ডিএনসিসির প্রধান নগর পরিকল্পনাবিদকে। এ ছাড়া কমিটির বাকি সদস্যরা হলেন ডিএনসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা, প্রধান সম্পত্তি কর্মকর্তা এবং ডিএনসিসির আইন কর্মকর্তা।