নতুন ১৮ ওয়ার্ডে পরিকল্পিতভাবে খেলার মাঠ করা হবে : মেয়র তাপস
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) অধিভুক্ত হওয়া নতুন ১৮টি ওয়ার্ডে পরিকল্পিতভাবে খেলার মাঠ সৃষ্টি করা হবে বলে জানিয়েছেন মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। আজ বুধবার (২৫ অক্টোবর) দুপুরে ডেমরা এলাকায় মেন্দিপুর খেলার মাঠ পরিদর্শন শেষে গণমাধ্যমের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি এ পরিকল্পনার কথা জানান।
মেয়র তাপস বলেন, ‘নির্বাচনি ইশতেহারেই আমি বলেছিলাম, ছোট হোক বা বড় হোক, প্রতিটি ওয়ার্ডেই ন্যূনতম একটি করে খেলার মাঠ অথবা উদ্যান সৃষ্টির উদ্যোগ নেওয়া হবে। সেই প্রেক্ষিতে আমরা অনেক জায়গা দখলমুক্ত করে ১০টি ওয়ার্ডে নতুন করে খেলার মাঠ সৃষ্টি করেছি। আজকে আমরা যে ৭০ নম্বর ওয়ার্ডে এসেছি, সেটি এর আগে ইউনিয়ন পরিষদের আওতাভুক্ত ছিল। নতুন যে ১৮টি ওয়ার্ড সিটি করপোরেশনে অন্তর্ভুক্ত করা হয়েছে ৭০ নম্বরে ওয়ার্ড তারই একটি। নতুন এই ১৮টি ওয়ার্ডে পরিকল্পিতভাবে খেলার মাঠ সৃষ্টি করা হবে।’
এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শেখ তাপস বলেন, ‘দখলদারদের তালিকা করে তেমন সুফল পাওয়া যায় না। নতুন নতুন দখলদার সৃষ্টি হয়। আমরা খালগুলো পাওয়ার সঙ্গে সঙ্গে প্রথম দফাতেই একটা বড় অংশ দখলমুক্ত করি। কিন্তু দেখা যায় যে, ভূমিদস্যরা, কিন্তু থেমে থাকে না। তারা কিন্তু সুযোগের সন্ধানে থাকে। আবার দখল করার চেষ্টা করে। সেজন্য খাল উদ্ধারে আমরা দীর্ঘস্থায়ীভাবে দীর্ঘমেয়াদি পরিকল্পনার আওতায় এগোচ্ছি। প্রধানমন্ত্রী আমাদের চারটি খাল (শ্যামপুর, জিরানি, মান্ডা ও কালুনগর খাল) নিয়ে যে প্রকল্প দিয়েছেন, আমরা তা বাস্তবায়নে সবচেয়ে বেশি অগ্রাধিকার দিচ্ছি।’