সিলেট বিভাগের বিএনপিনেতাদের আইনি সহায়তায় সেল গঠন
সিলেট বিভাগের চার জেলার বিএনপিনেতাকর্মীদের আইনি সহায়তা দেওয়ার জন্য ‘আইন সহায়তা সেল’ গঠন করেছেন যুক্তরাজ্য প্রবাসী বিএনপিনেতা রফি আহমদ চৌধুরী। তিনি জানিয়েছেন, সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা কেউ রাজনৈতিক মামলার আসামি হলে তাদের বিনামূল্যে আইনি সহায়তা দেওয়ার জন্য এই সেল গঠন করা হয়েছে।
আইন সহায়তা সেলে চার জেলায় চারজন আইনজীবী নিয়োগ দেওয়া হয়েছে। তারা হলেন—সিলেটে মুস্তাফিজ আহমদ চৌধুরী, সুনামগঞ্জে সাদিকুর রহমান স্বপন, হবিগঞ্জে সৈয়দ জদিল উদ্দিন আহমদ, মৌলভীবাজারে দানিয়েল আহমদ।
চার জেলার বিএনপিনেতাকর্মীদের কারও আইনি সহায়তার প্রয়োজন হলে এই আইনজীবীদের সঙ্গে যোগাযোগের পরামর্শ দেওয়া হয়েছে।
এ বিষয়ে রাজনীতিবিদ রফি আহমদ চৌধুরী জানান, এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে তারেক রহমান ঘোষিত একদফার আন্দোলন করতে গিয়ে সিলেট বিভাগের বিএনপির যত নেতাকর্মী মামলার শিকার হবেন, তাদের প্রত্যেকের পাশে আমরা থাকব।