খাজা টাওয়ারে আগুনের ঘটনায় তিন মৃত্যু
রাজধানীর মহাখালীর বহুতল ভবন খাজা টাওয়ারে আগুনের ঘটনায় তিনজন মারা গেছে। আর আহত অবস্থায় উদ্ধার হয়েছে ১০ জন। গতকাল বৃহস্পতিবার (২৭ অক্টোবর) বিকেল ৪টা ৫৮ মিনিটে খাজা টাওয়ারে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস। আর আগুন নির্বাপণ করা হয় আজ শুক্রবার সকাল পৌনে ৯টার দিকে। এরপর এমন তথ্য জানায় উদ্ধার ও সেবাকাজে প্রত্যক্ষ ও পরোক্ষ সংস্থাগুলো।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া এনটিভি অনলাইনকে বলেন, ঢাকা মেডিকেলে এক নারী ও এক পুরুষ চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আর বাকিটা জানে বনানী থানা পুলিশ।
বনানী থানার পরিদর্শক (তদন্ত) অনিসুর রহমানের কাছে মুফোঠোনে জানতে চাইলে এনটিভি অনলাইনকে বলেন, ‘ওই ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় তিনজন মারা গেছে। এদের একজন আলিমা রহমান তিসা (৩১)। অপর দুজন মোছা. হাসনা হেনা (২৭) ও রফিকুল ইসলাম (৬৩)।’
ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের সিনিয়র স্টাফ অফিসার শাহজাহান শিকদার এনটিভি অনলাইনকে বলেন, ‘আমরা ১০ জনকে জীবিত উদ্ধার করেছি। আমরা ভবনটি পুলিশের কাছে বুঝিয়ে দিয়েছি।’