প্রধান বিচারপতির বাসভবনে হামলা
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2023/10/28/bicharpoti.jpg)
রাজধানীর কাকরাইলে আজ দুপুরে প্রধান বিচারপতি ও বিচারপতিদের বাসভবনের সামনে বিএনপি নেতাকর্মী ও পুলিশের মাঝে সংঘর্ষ। ছবি : এনটিভি
রাজধানীর কাকরাইলে অবস্থিত প্রধান বিচারপতির বাসভবনের সামনে সংঘর্ষ হয়েছে। এসময় প্রধান বিচারপতির বাসভবনের গেটেও ভাঙচুর চলে। আজ শনিবার (২৮ অক্টোবর) বেলা ১টার দিকে এ ঘটনার সূত্রপাত।
প্রত্যক্ষদর্শী সালমান তারেক শাকিল গণমাধ্যমকে বলেন, ‘প্রধান বিচারপতির বাসভবনের সামনে বেশ কিছু মানুষ গাছের ডাল ভেঙে ও হাতের লাঠি দিয়ে নামফলক এবং গেটে হামলা চালায়। বাড়ির ভেতরে ইট পাটকেল ছুঁড়তে থাকে। এর মধ্যে কাকরাইল ট্রাফিক পুলিশ বক্সে আগুন দেয় হামলাকারীরা। পুলিশ বাধা দিতে গেলে তারা সংঘর্ষে জড়িয়ে পড়ে।
এই ঘটনার রেশ ধরে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর থেমে থেমে সংঘর্ষ চলছে বলে জানা গেছে।