নারায়ণগঞ্জে পুলিশ-বিএনপি সংঘর্ষে আহত ৫০
নারায়ণগঞ্জে পুলিশের সঙ্গে সংঘর্ষে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহসম্পাদক নজরুল ইসলাম আজাদসহ অন্তত ৫০ জন আহত হয়েছেন। আজ রোববার (২৯ অক্টোবর) জেলার আড়াইহাজারের পাঁচরুখী এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ সংঘর্ষ হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, হরতালের সমর্থনে মিছিল শেষে মহাসড়কে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করার সময় পুলিশ লাঠিচার্জ করে। এরপর নেতাকর্মীরা পাল্টা ইট-পাটকেল নিক্ষেপ করে। এতে পুলিশ রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ করে। দফায় দফায় সংঘর্ষে বান্টি বাজার থেকে পাচরুখী পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। সংঘর্ষ চলাকালে গুলিবিদ্ধ হন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহসম্পাদক নজরুল ইসলাম আজাদ এবং অন্তত ৫০ জন নেতাকর্মী আহত হয়।
এ বিষয়ে নজরুল ইসলাম আজাদ অভিযোগ করে বলেন, ‘হরতালের সমর্থনে শান্তিপূর্ণ মিছিলে পুলিশ লাঠিচার্জ করে, টিয়ারশেল নিক্ষেপ করে এবং গুলি চালায়। এ সময় কয়েকজন গুলিবিদ্ধ হন এবং কমপক্ষে ৫০ জন নেতাকর্মী আহত হন।
অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) তরিকুল ইসলাম বলেন, ‘আড়াইহাজারে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে বিএনপি বিক্ষোভ মিছিল করছিল। তখন তাদেরকে সড়ক থেকে সরিয়ে দিতে চাইলে পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে। এ সময় ধাওয়া দিয়ে তাদের ছত্রভঙ্গ করা হয়। এক ঘণ্টা পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।