ময়মনসিংহে অবরোধের সমর্থনে বিএনপির মিছিল
সরকার পদত্যাগ এবং নির্দলীয় নিরপেক্ষ সরকারের এক দফা দাবিতে বিএনপি ও জামায়েতসহ সমমনা দলগুলোর টানা তিন দিনের অবরোধের আজ মঙ্গলবার (৩১ অক্টোবর) প্রথমদিন চলছে। এদিন সকালে অবরোধ চলাকালে ময়মনসিংহ শহরের পাটগুদাম এলাকায় মিছিল করেছে বিএনপি এবং তাদের অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো।
বিএনপির সাংগাঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স ও নগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ওয়াহাব আকন্দের নেতৃত্বে হাজারো নেতাকর্মী মিছিলে অংশগ্রহণ করেন। পরে পুলিশ তাদের ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেয়। এ সময় বিক্ষুদ্ধ নেতাকর্মীরা ককটেল বিস্ফোরণ করেন এবং পুলিশের দিকে ইট-পাটকেল নিক্ষেপ করেন।
অবরোধের প্রভাবে স্বল্প সংখ্যক দূরপাল্লার বাস, ট্রেন চলাচল ও ছোট যানবাহন চলাচল করতে দেখা গেছে। আইনশৃখলা নিয়ন্ত্রণে মহাসড়কে ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে র্যাব-বিজিবি ও পুলিশ সদস্যদের টহল দিতে দেখা গেছে। অবরোধ চলাকালে জেলা বিএনপির কার্যালয় ছিল বন্ধ থাকতে দেখা গেছে। সেখানে নেতাকর্মীদের কাউকে দেখা যায়নি। অন্যদিনের মতোই সড়কে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল করতে দেখা গেছে। শহরের গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ মোতায়েন করা হয়েছে। সকাল ১০টা পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।